Government Job Circular 2023 - Job Circular Divisional Commissioner, Rangpur - Govt Job Circular - Government Job

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর বিভাগ, রংপুর (সেংস্থাপন শাখা)

নিয়োগ বিজ্ঞপ্তি

জনপ্রশাসন মন্ত্রণালয়, উদৃত্ কর্মচারী শাখার ৩০ অক্টোবর ২০২২ তারিখের- ০৫.০০.০০০০,১৬৬১১.০০৬১৫.১৫৭ নং স্মারকের ছাড়পত্রের নির্দেশনা মতে, বিভাগীয় কমিশনার অফিসের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ এর আলোকে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর বিভাগ, রংপুর এর নিম্নবর্ণিত শূন্য পদসমূহে নিয়োগের জন্য রংপুর বিভাগের আওতাধীন সকল জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিয্রলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের মডেল ফরমে/নির্ধারিত ফরমে 11073:/81001007015.56151]0010.1)0 এ দরখাস্ত আহবান করা যাচ্ছে-

প্রতিষ্ঠানের নাম

: Rangpur Division (RANGPURDIV)

পোস্টের নাম

: Engineer - Finishing

শূন্যপদ

: ৪০ জন (১১ টি পদের জন্য)

আবেদনের শেষ তারিখ

: 22 ফেব্রুয়ারি, 2023

Job Skills

: Not Specific

কাজের দায়িত্ব

: বিভিন্ন পদ

কর্মসংস্থানের অবস্থা

: পুরো সময়

শিক্ষাগত যোগ্যতা

: ভিন্ন ভিন্ন

অভিজ্ঞতা

: ০০

অতিরিক্ত কার্যক্রম

: -

 

চাকুরির স্থান

: রংপুর বিভাগ

বেতন

: ভিন্ন ভিন্ন পদের জন্য আলাদা

প্রকাশের তারিখ

: 23 জানুয়ারি, 2023

আবেদনের শেষ দিন

: 22 ফেব্রুয়ারি, 2023

 ✳️পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল ,শিক্ষাগত যোগ্যতা।

ক্রমিক

পদের নাম

 

পদের সংখ্যা

বেতন স্কেল

০১

উপ প্রশাসনিক কর্মকর্তা (পূর্বতন সীটলিপিকার কাম কম্পিউটার অপারেটর)

০৪

১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩)

০২

সহকারী প্রশাসনিক কর্মকর্তা (পূর্বতন সীটলিপিকার কাম কম্পিউটার অপারেটর)

 

০৪

১০২০০-২৪৬৮০/-(গ্রেড-১৪)

০৩

হিসাব রক্ষক

 

০২

১০২০০-২৪৬৮০/-(গ্রেড-১৪)

০৪

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

                       

১০

৯৩০০-২২৪৯০/-(গ্রেড-১৬)

০৫

ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর

০৪

৯৩০০-২২৪৯০/-(গ্রেড-১৬)

০৬

অফস সহায়ক

০১

৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)

০৭

অর্ডারলি

০৪

৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)

০৮

ডেসপাস রাইডার

০৪

৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)

০৯

নিরাপত্তা প্রহরী

০৩

৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)

১০

বাবু্রচি

০২

৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)

১১

মালি

০২

৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)

অনলাইনে আবেদন করুন

অরিজিনাল নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

শর্তাবলীঃ

০১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রংপুর বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে।

০২। ০১ ও ০২ নং পদের প্রার্থীদের ক্ষেত্রে শটহ্যান্ড ও কম্পিউটার টাইপের নির্ধারিত গতি এবং ০৩, ০৪ ও ০৫ নং পদের প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে।

০৩। নিয়োগ সংক্রান্ত যে কোন তথ্য বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর বিভাগ, রংপুর এর ওয়েবসাইট ((www.raagpurdlvgov&d)) এবং এ বিভাগের আওতাধীন সকল জেলা প্রশাসকের কার্যালয়ের এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

০৪। নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

০৫। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিষ্নমাবলী ও শর্তাবলী :

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক আবেদনকারীগণ http:llrangpurdiv.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে ২৩/১/২০২৩ তারিখ সকাল ১০:০০ টা হতে এবং শেষ হবে ২২/০২/২০২৩ তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত! উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(খ) অনলাইন আবেদনপত্র প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০X প্রস্থ ৮০ Pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

Post a Comment

Do not Share any Link

Previous Post Next Post

Contact Form