কাতারে এসে আযান শুনে মুগ্ধ হচ্ছেন পশ্চিমা পর্যটকরা । FIFA World Cup 2022 । FIFA World Cup Qatar

মুসলমানদের জন্য নামাজ ফরজ ইবাদত, প্রতিদিন মসজিদে নামাজের জন্য পাঁচবার আযানের মাধ্যমে মুসল্লিদের আহ্বান জানানো হয়, আর এ আহবানে সাড়া দিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা পৃথিবীর সকল ব্যস্ততা পেছনে ফেলে সিজদায় লুটিয়ে পড়েন নামাজ আদায়ের জন্য। আযান মূলত মুসলিমদের জন্য, তবে কাতারে আয়োজিত ফিফা ওয়ার্ল্ড কাপ উপভোগ করতে আসা অমুসলিম দর্শকদেরও কাতারে মসজিদের আজান মুগ্ধ করছে। আজান শুনে তারা  অনেকেই অবাক হওয়ার পাশাপাশি কেউ কেউ হচ্ছেন আবেগপ্রবণ, তাদের মধ্যে একজনকে দেখা যাচ্ছে মোবাইলে আযান রেকর্ড করতে, আযানের সুরে মুগ্ধ হয়ে অনেকেই মসজিদের ইমামের সাথে কথা বলে জানার চেষ্টা করছেন আযানের অর্থ। আযানের অর্থ গভীরভাবে জানতে পেরে আরো বেশি মুগ্ধ হয়েছেন তারা।

ইসলাম সম্পর্কে জানার আগ্রহ বেড়েছে অনেক অমুসলিম পর্যটকদের উল্লেখ্য যে কাতারে বিশ্বকাপ উপভোগ করতে আসা পর্যটকদের মধ্যে ব্রাজিল-আর্জেন্টিনা আমেরিকা মেক্সিকো এবং নেদারল্যান্ডের দর্শকরাই বেশি। বিশ্বকাপ উপভোগ করতে আসা দর্শকদের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন এবং সঠিক উপলব্ধি ছড়িয়ে দিতে সৃষ্টি ভাষায় কাজ করছেন কাতারের পুরুষ এবং.নাড়ি স্বেচ্ছাসেবকরা।

মসজিদের পাশে আস মি আবাউট ইন কাতার নামের একটি লঞ্চ করা হয়েছে, সেখানে বসে বিদেশি নারী পর্যটকেরা চা পান করার পাশাপাশি কাতারের সামাজিক জীবন সম্পর্কে জানতে পারবেন। সম্প্রতিক কাতারে এসে হিজাবের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন পশ্চিমা নারীরা, মুসলিম নারীদের মতো নিজেকে আবৃত করে জানিয়েছেন তাদের অসাধারণ অনুভূতি, পোশাক পরিধানের ক্ষেত্রেও মেনে চলছেন কাতারের নিয়ম। ইসলাম কবুল করেন নজরে দেখা গেছে কাতার বিশ্বকাপে এসে, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানাচ্ছে এখন পর্যন্ত প্রায় হাজারখানেক অমুসলিম ইসলাম কবুল করেছেন কাতারে এসে।


পশ্চিমা পর্যটকরা জানিয়েছেন, কাতার বিশ্বকাপ উপভোগ করতে এসে ইসলাম সম্পর্কে তাদের ধারণা পরিষ্কার হয়ে গিয়েছে এবং ইসলাম সম্পর্কে বদলে যাচ্ছে তাদের মনোভাব, বলা জায় কাতার বিশ্বকাপ কে উপলক্ষ করে ইসলাম প্রচারে কোন ত্রুটি রাখেনি আয়োজক দেশ কাতার, মূলত কাতারের পোশাক খাদ্য পাহাড়ের সংস্কৃতি এবং স্থানীয় কিছু তুলে ধরার জন্য বিভিন্ন রকমের আয়োজন করা হয়েছে। ইসলাম প্রচারের জন্য কাতার আন্ডারস্ট্যান্ডিং ইসলাম ৬ ভাষায় অনুবাদ করার একটি ই-বুক প্রকাশিত করেছে।

বিভিন্ন হোটেল স্টেশন এবং দর্শনীয় স্থান গুলোতে রয়েছে এসব ই-বুকের কিউআর কোড, যা ব্যবহার করে দর্শনার্থীরা সহজেই বইটি পড়তে পারবেন। পরিচিত হতে পারবেন ইসলাম ধর্মের রীতি নীতির সঙ্গে, ফিফা ওয়ার্ল্ড কাপ ২২ তম আসরে ইতিহাস গড়েছে কাতার। ইসলাম প্রচার, পোশাকে নিষেধাজ্ঞা, আলকোহল নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিষয়ে পশ্চিমাদের মানতে বাধ্য করেছে দেশটি।


বিভিন্ন সমালোচনার পরও কাতার কোন আপোষ করেননি বরং বিভিন্ন ভাবে ইসলামের সৌন্দর্য দর্শকদের মধ্যে ছড়িয়ে দিয়েছে দেশটি, পুরো কাতার সাজানো হয়েছে ভিন্ন রকম সাজে। বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।  গালিব আল মুফ্তার সংলাপের ছড়িয়ে দেয়া হয় সৌহার্দ্য এবং সম্প্রীতির বার্তা। আগামী ১৮ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে চমক দেখা যাবে বলে ভাবা হচ্ছে।


দর্শক এ প্রতিবেদন শেষ করছি এখানটায় ফিরব আবারও কাতার বিশ্বকাপ সম্পর্কিত বিভিন্ন কোন বিষয়ের সাথে, সে পর্যন্ত নিত্যনতুন সংবাদ পেতে ভিজিট করুন এখন পোস্ট ডট কম।

Post a Comment

Do not Share any Link

Previous Post Next Post

Contact Form