BRTA Driving License Exam Question । BRTA Driving License Exam । ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ২০২২। BRTA Driving License Exam 2022 । Driving License । BRTA

বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষা MCQ পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর। এখানে আপনি Bangladesh সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কিছু ট্রাফিক সাইন সম্পর্কে ধারণা পাবেন যা আপনার জানা দরকার।

০১

প্রশ্নঃ মবিলের কাজ কি ?

 

উত্তরঃ

 

ক)

ইঞ্জিনের ঘূর্ণয়ামান যন্ত্রাংশকে পিচ্ছিল করা

 

খ)

ঘূর্ণমান যন্ত্রাংশের ক্ষয়রোধ করে

 

গ)

ইঞ্জিন আংশিক ঠান্ডা রাখে

ঘ)

উপরের সবগুলো

০২

প্রশ্নঃ টায়ার অতিরিক্ত ক্ষয় হয় কেন ?

 

উত্তরঃ

 

ক)

চাকার এলাইনমেন্ট সঠিক না থাকিলে

 

খ)

চাকার হাওয়া কম অথবা বেশী থাকিলে

 

গ)

অতিরিক্ত মালামাল বহন করিলে

ঘ)

উপরের সবগুলো

০৩

প্রশ্নঃ এয়ার ক্লিনারের কাজ-

 

উত্তরঃ

 

ক)

ইঞ্জিনকে ঠান্ডা করা

 

খ)

বাতাস এবং পেট্রোল এর মিশ্রণ তৈরী করা

গ)

বাতাস পরিষ্কার করা 

 

ঘ)

ইঞ্জিন চালু করতে সহায়তা কর

০৪

প্রশ্নঃ ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণ কি?

 

উত্তরঃ

 

ক)

কুলিং ফ্যান কাজ না করলে

 

খ)

রেডিয়টরে পানি এবং মবিল না থাকলে অথবা কম থাকলে

গ)

উপরের সবগুলি

০৫

প্রশ্নঃ ক্লাচের কাজ কি?

 

উত্তরঃ

 

ক)

গাড়ির গতি কম বা বেশী করা

 

খ)

ইঞ্জিন এবং গিয়ারবক্সের সংযোগ করা বিচ্ছিন্ন করা

 

গ)

গাড়িকে নিউট্রাল করা  

ঘ)

উপরের সবগুলি

০৬

প্রশ্নঃ ব্রেক মাস্টার সিলিন্ডারে ব্রেকওয়েলের লেভেল কম থাকলে কী হতে পারে ?

 

উত্তরঃ

ক)

ব্রেক ফেল

 

খ)

ইঞ্জিন ওভারহিট

 

গ)

কালো ধোয়া

 

ঘ)

বিকট আওয়াজ

০৭

প্রশ্নঃ হটাৎ গাড়ি স্টার্ট না হওয়ার প্রধান কারণ কী হতে পারে?

 

উত্তরঃ

 

ক)

গাড়িতে ব্রেক ওয়েল না থাকলে

 

খ)

গিয়ার ওয়েল না থাকলে

গ)

প্রয়োজনীয় জ্বালানী না থাকলে

 

ঘ)

ক্ল্যাস ওয়েল না থাকলে

০৮

প্রশ্নঃ টেম্পারেচার মিটারে ইঞ্জিনে কিসের নির্দেশ করে ?

 

উত্তরঃ

ক)

ইঞ্জিনের কার্যকারী তাপমাত্রা 

 

খ)

গিয়ার বক্সের কার্যকারী তাপমাত্রা

 

গ)

রেডিয়েটরের কর্যকারী তাপমাত্রা  

 

ঘ)

গাড়ির কার্যকারী তাপমাত্রা

০৯

প্রশ্নঃ কুলিং ফ্যানের কাজ কী ?

 

উত্তরঃ

ক)

রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা

 

খ)

ইঞ্জিন অয়েলকে ঠান্ডা করা

 

গ)

ব্রেক অয়েলকে ঠান্ডা করা 

 

ঘ)

ব্যাটারীকে ঠান্ডা করা

১০

প্রশ্নঃ পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের স্পার্ক প্লাগ থাকে কয়টি ?

 

উত্তরঃ

ক)

১টি  

 

খ)

২টি

 

গ)

৩টি    

 

ঘ)

৪টি

১১

প্রশ্নঃ সাইলেন্সারের কাজ কি?

 

উত্তরঃ

ক)

শব্দকে নিয়ন্ত্রণ করা

 

খ)

ধোঁয়া নির্গমন করা

 

গ)

বায়ু দূষণমুক্ত করা  

 

ঘ)

ইঞ্জিনের গরম বাতাস বের করে

১২)

প্রশ্নঃ ইঞ্জিনের কুলিং সিষ্টেমে  সাধারনত কি ব্যবহৃত হয়?

 

উত্তরঃ

 

ক)

তৈল  

 

খ)

গ্যাস

গ)

পানি 

 

ঘ)

ডিজেল

১৩

প্রশ্নঃ গিয়ার স্লিপ করার কারণ কি?

 

উত্তরঃ

 

ক)

গিয়ারের দাঁত ভাঙ্গা থাকিলে  

 

খ)

ক্লাচ প্লেট ঠিক মতো কাজ না করলে

 

গ)

গিয়ার সঠিক ভাবে সংযোগ না হলে

ঘ)

উপরের সবগুলো

১৪

প্রশ্নঃ ফুয়েল লাইনে বায়ু প্রবেশের জন্য ফুয়েল সরবরাহ অফ হয়ে যাওয়াকে কি বলে?

 

উত্তরঃ

ক)

এয়ার লক  

 

খ)

ডেপার লক

 

গ)

অটো লক  

 

ঘ)

এন্টি লক

১৫

প্রশ্নঃ স্পার্ক প্লাগ কোথায় থাকে?

 

উত্তরঃ

 

ক)

ডিজেল ইঞ্জিনের ব্লকে

খ)

পেট্রোল ইঞ্জিন সিলিন্ডার হেডে

 

গ)

কাবর্রেটরের ভেতরে

 

ঘ)

ডিস্ট্রিবিউটরের মধ্যে

১৬

প্রশ্নঃ ফুয়েল বাতাসকে মিশ্রিত করে ইঞ্জিনে সরবরাহ করে-

 

উত্তরঃ

 

ক)

এয়ার ক্লিানার 

 

খ)

স্পার্ক প্লাগ

গ)

কার্বুরেটর

 

ঘ)

মিক্সার

১৭

প্রশ্নঃ রেডিয়েটরের কাজ কি?

 

উত্তরঃ

ক)

পানি ঠান্ডা করা 

 

খ)

রেডিও চালনা

 

গ)

জয়েন্ট পার্টস

 

ঘ)

কোনটি নয়

১৮

প্রশ্নঃ চলন্ত অবস্থায় গাড়ির ইঞ্জিন ওভারহিট হলে করণীয় কী?

 

উত্তরঃ

 

ক)

গাড়ি চালিয়ে যেতে হবে

খ)

সুবধিামতো স্থানে গাড়ি র্পাকিং করে ইঞ্জিন ঠান্ডা হতে সময় দিতে হবে

 

গ)

গাড়ি ব্রকে করতে হবে   

 

ঘ)

আস্তে আস্তে এগিয়ে যেতে হবে

১৯

প্রশ্নঃ ইঞ্জিনের ওয়েলের ক্ষমতা শেষ হলে নতুন ইঞ্জিনে ওয়েল লোড করানোর পরে কী পরিবর্তন করা আবশ্যক ?

 

উত্তরঃ

 

ক)

এয়ার ফিল্টার 

খ)

ইঞ্জিন ওয়েল ফিল্টার

 

গ)

গিয়ার ওয়েল ফিল্টার

 

ঘ)

ফুয়েল ফিল্টার

২০

প্রশ্নঃ ইঞ্জিনের মবিল কত কিলোমিটার চালানোর পর পরিবর্তন করা উচিৎ?

 

উত্তরঃ

 

ক)

,৫০০ কিঃ মিঃ

 

খ)

,০০০ কিঃ মিঃ

 

গ)

,০০০ কিঃ মিঃ

ঘ)

প্রস্তুতকারক প্রদত্ত ম্যানুয়ালবুক অনুযায়ী নির্দিষ্ট কিলোমিটার চালানোর পরে

২১

প্রশ্নঃ গাড়িড় ব্যাটারিতে ইলেক্ট্রোলাইড এর পরিমণ কমে গেলে কী পানি ব্যবহার করতে হবে?

 

উত্তরঃ

ক)

নদীর পানি

 

খ)

মিনারেল ওয়াটার

 

গ)

ডিসটিল্ড ওয়াটার

 

ঘ)

সাগরের পানি

২২

প্রশ্নঃ প্রথমে কী চেক করতে হয় ? হেড লাইট না জ্বললে

 

উত্তরঃ

ক)

নির্ধারিত ফিউজ

 

খ)

নির্ধারিত লাইন

 

গ)

ইঞ্জিন ওয়েল

 

ঘ)

সুইচ

২৩

প্রশ্নঃ গাড়ির টায়ার বাষ্ট হলে নিয়ন্ত্রণ রাখার জন্য গাড়ি  কি করতে হবে?

 

উত্তরঃ

 

ক)

তাৎক্ষনিকভাবে ব্রেক প্রয়োগ করুন

খ)

এক্সিলেটর কাজ বন্ধ করে গাড়ি বন্ধ হওয়া র্পযন্ত স্টিয়ারিং ধরে রাখা

 

গ)

গিয়ার নিরপেক্ষ অবস্থানে রাখুন

 

ঘ)

গাড়ি রাস্থার এক র্পাশ্বে সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন

২৪

প্রশ্নঃ প্রশ্ন: লুব ওয়েল কোথায় দিতে হয়?

 

উত্তরঃ

ক)

হেড কভারে

 

খ)

ব্যাক কভারে

 

গ)

জয়েন্ট পার্টস

 

ঘ)

ফুয়েল গেজে

২৫

প্রশ্নঃ ডিসটিল্ড ওয়াটার কোথায় ঢালতে হয়?

 

উত্তরঃ

 

ক)

কার্বরেটরে 

 

খ)

রেডিয়েটরে

গ)

ব্যাটারিতে

 

ঘ)

এয়ার ক্লিনারে

২৬

প্রশ্নঃ বাধ্যতামূলক না বোধক চিহ্ন থাকে?

 

উত্তরঃ

ক)

লাল বৃত্তে  

 

খ)

নীল ত্রিভুজে

 

গ)

চতুর্ভূজের মধ্যে

 

ঘ)

নীল বৃত্তে

২৭

প্রশ্নঃ রাস্তায় ট্রাফিক সংকেত যেভাবে দেখানো হয় তা হলো?

 

উত্তরঃ

 

ক)

হলুদ-সবুজ-লাল

 

খ)

লাল-হলুদ-সবুজ

গ)

লাল-সবুজ-হলুদ

 

ঘ)

সবুজ-লাল-হলুদ

২৮

প্রশ্নঃ লাল বৃত্ত বিশিষ্ট সড়কেড় সংকেতের ভেতর ৫০ কিলোমিটার লেখা থাকলে বুঝায়?

 

উত্তরঃ

 

ক)

সর্বনিম্ন গতি সীমা ৫০ কিলোমিটার

খ)

সর্বোচ্চ গতি সীমা ৫০ কিলোমিটার

 

গ)

রাস্তা ৫০ কিলোমিটার লম্বা

 

ঘ)

রাস্তা ৫০ কিলোমিটার দূরে বাঁক

২৯

প্রশ্নঃ রোড সাইনকে সাধারণত কোন তিন ভাগে ভাগ করা হয়?

 

উত্তরঃ

 

ক)

লাল, হলুদ, সবুজ  

 

খ)

রোড মার্কিংট্রাফিক সাইন এবং সিগন্যাল

 

গ)

সতর্কতামূলক, বাধ্যতামূলক, রোড মার্কিং

ঘ)

সতর্কতামূলক, বাধ্যতামূলক এবং তথ্যমূলক

৩০

প্রশ্নঃ রাস্তার মাঝবরাবর অখন্ডিত একটি সাদা দাগ থাকলে কি করণীয়?

 

উত্তরঃ

ক)

ওভারটেক করা যাবে

 

খ)

ওভারটেক করা যাবে না

 

গ)

গাড়ির গতি কমাতে হবে

 

ঘ)

গাড়ির গতি বাড়াতে হবে

৩১

প্রশ্নঃ ফোর হুইল ড্রাইভ কোথায় জায়গায় প্রয়োগ করতে হয়?

 

উত্তরঃ

 

ক)

ভালো রাস্তায় 

খ)

পিচ্ছিল, কর্দমাক্ত রাস্তায়

 

গ)

আঁকা বাঁকা রাস্তায় 

 

ঘ)

নিচু রাস্তায়

৩২

প্রশ্নঃ লেভেল ক্রসিং বা রেলক্রসিং কত প্রকার?

 

উত্তরঃ

 

ক)

প্রকার

 

খ)

প্রকার

 

গ)

প্রকার

ঘ)

প্রকার

৩৩

প্রশ্নঃ মোটরসাইকেলের সর্বোচ্চ গতি বেগ কত?

 

উত্তরঃ

 

ক)

৪০ মাইল/ঘন্টা 

খ)

৭০ মাইল/ঘন্টা

 

গ)

৫০ মাইল/ঘন্টা

 

ঘ)

১১ মাইল/ঘন্টা

৩৪

প্রশ্নঃ গোল চক্করে গাড়ি চালানোর নিয়ম-

 

উত্তরঃ

 

ক)

সুযোগ মত বের হয়ে যান কে

খ)

ডানদিক থেকে আশা গাড়িকে প্রাধান্য দিন

 

গ)

বাম দির গাড়িকে যেতে দিন  

 

ঘ)

যে দিকে মোড় ঘুরাবেন ঠিক সেদিকে সিগন্যাল দিন

৩৫

প্রশ্নঃ নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন?

 

উত্তরঃ

ক)

তথ্যমূলক সাইন

 

খ)

বাধ্যতামূলক সাইন

 

গ)

সতর্কতামূলক সাইন

 

ঘ)

উপরের সবগুলি

৩৬

প্রশ্নঃ ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার?

 

উত্তরঃ

ক)

প্রকার

 

খ)

প্রকার

 

গ)

প্রকার

 

ঘ)

প্রকার

৩৭

প্রশ্নঃ সবুজ আয়তক্ষেত্রে ট্রাফিক সাইন ফলক কোনটি?

 

উত্তরঃ

 

ক)

রাস্তার দিক/দূরুত্বের তথ্য প্রদান করে 

খ)

সাধারণ তথ্য প্রদান করে

 

গ)

বাধ্যতামূলক তথ্য প্রদান করা 

 

ঘ)

সতর্কতামূলক তথ্য প্রদান করে

৩৮

প্রশ্নঃ গাড়ি রানিং অবস্থায় ট্রাফিক সিগন্যালে হলুদ লাইট জ্বলতে দেখলে-

 

উত্তরঃ

 

ক)

দ্রুত গাতিতে গাড়ি চালিয়ে চলে যেতে হবে

খ)

থামার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে

 

গ)

গাড়ির ষ্টার্ট সাথে সাথে বন্ধ করতে দিতে হবে 

 

ঘ)

আস্তে আস্তে সামনে এগিয়ে যেতে হবে

৩৯)

প্রশ্নঃ ড্রাইভিং লাইসেন্সের ধরন-

 

উত্তরঃ

 

ক)

পেশাদার 

 

খ)

অপেশাদার

গ)

পেশাদার এবং অপেশাদার

 

ঘ)

কোনটি নয়

৪০

প্রশ্নঃ অপেশাদার ড্রাইভিং লাইসেন্স (যেকোন গাড়ি)পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত?

 

উত্তরঃ

 

ক)

২৪ বছর

 

খ)

২৫ বছর

 

গ)

২০ বছর

ঘ)

১৮ বছর

৪১

প্রশ্নঃ কোন জায়গায়/স্থানে অবশ্যই হর্ণ বাজাতে হবে ?

 

উত্তরঃ

 

ক)

গোল চক্করে

খ)

অন্ধ বাঁকে

 

গ)

ইউ টার্নের নিকট 

 

ঘ)

হাসপাতাল

৪২

প্রশ্নঃ ঘন কুয়াশার মধ্যে গাড়ি চালাইতে রাস্থায় লাইট জ্বালাইতে হয় কেন ?

 

উত্তরঃ

 

ক)

রাস্তা দেখিবার জন্য 

খ)

গাড়ির অবস্থান বুঝানোর জন্য 

 

গ)

ডানে মোড় নিবার জন্য 

 

ঘ)

ওভারটেক করার জন্য 

৪৩

প্রশ্নঃ বাজার এলাকা অতিক্রমের করার সময়ে গাড়ির স্পিড কত থাকা উচিৎ ?

 

উত্তরঃ

 

ক)

৫০ কিঃ মিঃ/ঘন্টা

 

খ)

১৫ কিঃ মিঃ/ঘন্টা

 

গ)

৪৫ কিঃ মিঃ/ঘন্টা

ঘ)

ট্রাফিক সাইনে নির্দেশিত গতিসীমা

৪৪

প্রশ্নঃ মোটর গাড়ির কাগজপত্র সবসময় কে চেক করতে পারেন ?

 

উত্তরঃ

 

ক)

পুলিশ সার্জেন্ট, ট্রাফিক পুলিশ, আনসার এবং সেনাবাহিনীর সদস্য

 

খ)

পুলিশ সার্জেন্ট, বিআরটিএ কমকর্তা এবং আনসার

গ)

পোষাক পরিহিত সর্বনিম্ন সাব-ইন্সপেক্টর, বিআরটিএ কর্মকর্তা, পদমর্যাদার পুলিশ অফিসার, মোবাইল কোর্ট

 

ঘ)

মোবাইল কোর্ট, সেনাবাহিনীর সদস্য ট্রাফিক পুলিশ

৪৫

প্রশ্নঃ যেখানে ওভারটেকিং করা সম্পূ্রণ নিষেধ সেখানে ওভারটেকিং করলে আপনাকে কত টাকা জরিমানা করবে?

 

উত্তরঃ

ক)

১০০ টাকা পর্যন্ত 

 

খ)

২০০ টাকা পর্যন্ত 

 

গ)

৩০০ টাকা পর্যন্ত 

 

ঘ)

৪০০ টাকা পর্যন্ত 

৪৬

প্রশ্নঃ নিষিদ্ধ হর্ণ অথবা অথিরিক্ত শব্দ যন্ত্র লাগালে ব্যবহার করলে কত টাকা জরিমানা?

 

উত্তরঃ

ক)

১০০ টাকা পর্যন্ত 

 

খ)

২০০ টাকা পর্যন্ত 

 

গ)

৩০০ টাকা পর্যন্ত 

 

ঘ)

৪০০ টাকা পর্যন্ত 

৪৭

প্রশ্নঃ অননুমোদিত ওজনের বেশি ওজন নিয়ে গাড়ি চালালে কত টাকা জরিমানা ?

 

উত্তরঃ

 

ক)

৫০০ টাকা পর্যন্ত 

খ)

১০০০ টাকা পর্যন্ত 

 

গ)

২০০০ টাকা পর্যন্ত 

 

ঘ)

৩০০০ টাকা পর্যন্ত 

৫৮

প্রশ্নঃ প্রকাশ্য সড়কে বা প্রকাশ্য স্থানে যেকোন প্রতিবন্ধকতা তৈরি করলে কত টাকা জরিমানা ?

 

উত্তরঃ

ক)

৫০০ টাকা পর্যন্ত 

 

খ)

১০০০ টাকা পর্যন্ত 

 

গ)

২০০০ টাকা পর্যন্ত 

 

ঘ)

৩০০০ টাকা পর্যন্ত 

৪৮

প্রশ্নঃ ইনসুরেন্সবিহীন অবস্থায় গাড়ি চালনার শাস্তি কি?

 

উত্তরঃ

 

ক)

২০০ টাকা পর্যন্ত জরিমানা

খ)

,০০০ টাকা পর্যন্ত জরিমানা

 

গ)

৫০০ টাকা পর্যন্ত জরিমানা   

 

ঘ)

,৫০০ টাকা পর্যন্ত জরিমানা

৪৯

প্রশ্নঃ পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য বয়স কত?

 

উত্তরঃ

 

ক)

২৪ বছর

 

খ)

২৫ বছর

গ)

২০ বছর

 

ঘ)

১৮ বছর

৫০

প্রশ্নঃ শুকনা পাকা রাস্তায় ৫০ কিলোমিটার গতিতে গাড়ি চালালে ব্রেক করলে থামার দূরত্ব-

 

উত্তরঃ

ক)

২৫ মিটার

 

খ)

৩৫ মিটার

 

গ)

৫০ মিটার

 

ঘ)

২৫ গজ

৫১

প্রশ্নঃ  একজন চালক বিরতিহীন ভাবে সর্বোচ্চ কত ঘন্টা একটানা গাড়ি চালাতে পারে?

 

উত্তরঃ

ক)

০৪ ঘন্টা  

 

খ)

১০ ঘন্টা

 

গ)

১২ ঘন্টা

 

ঘ)

ঘন্টা

৫২

প্রশ্নঃ গাড়ি দুর্ঘটনা ঘটলে সর্বপ্রথম দায়িত্ব কি?

 

উত্তরঃ

 

ক)

নিকটস্থ থানায় খবর দেওয়া

 

খ)

পালিয়ে যাওয়া

 

গ)

দুর্ঘটনা ক্ষতিগ্রস্থ গাড়িটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া

ঘ)

আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা

৫৩

প্রশ্নঃ রাস্তায় গাড়ি চালানোর সময় লুকিং গ্লাস প্রতি মিনিটে কয়বার দেখা উচিত?

 

উত্তরঃ

 

ক)

বার

খ)

বার

 

গ)

১০ বার

 

ঘ)

বার

৫৪

প্রশ্নঃ মোটরযান আইনে ক্ষতিকর ধোঁয়া বাহির হওয়া গাড়ি চালনার শাস্তি কি ?

 

উত্তরঃ

ক)

২০০ টাকা পর্যন্ত জরিমানা  

 

খ)

৪০০ টাকা পর্যন্ত জরিমানা

 

গ)

৩৫০ টাকা পর্যন্ত জরিমানা

 

ঘ)

৫০০ টাকা পর্যন্ত জরিমানা

৫৫

প্রশ্নঃ রাত্রিকালীন উল্টা দিক থেকে আশা গাড়ির সামনাসামনি হলে নিজের গাড়ির হেড লাইটের বাতি কি করা উচিত?

 

উত্তরঃ

ক)

ডিম করা উচিত

 

খ)

হাই করা উচিত

 

গ)

বন্ধ করা উচিত

 

ঘ)

কোটিই না।

৫৬

প্রশ্নঃ অপেশাদার পেশাদার ড্রাইভিং লাইসেন্স (যেকোন গাড়ি)পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত?

 

উত্তরঃ

 

ক)

২৪ ২৬ বছর   

 

খ)

২৫ ২৭ বছর

 

গ)

২০ ২২ বছর

ঘ)

১৮ ২০ বছর

৫৭

প্রশ্নঃ মোটরযান আইনে যানবাহন বীমার প্রয়োজনীয়তা কিসের জন্য?

 

উত্তরঃ

 

ক)

প্রথমপক্ষের ঝুকির জন্য

খ)

তৃতীয় পক্ষের ঝুকির জন্য

 

গ)

স্থানীয় কর্তৃপক্ষের ঝুকির জন্য

 

ঘ)

দ্বিতীয় পক্ষের ঝুকির জন্য

Post a Comment

Do not Share any Link

Previous Post Next Post

Contact Form