শুরু হলো ফিফা বিশ্বকাপ ২০২২, যেখানে ৩২ টা দল অংশগ্রহন করেছেন। ফিফা বিশ্বকাপ সর্বমোট ৬৪ পর্ব খেলা পরিচালনা করা হবে, যার ফাইনাল তথা শেষ খেলা হবে ১৬ ডিসেম্বর ২০২২ তারিখ।
জনপ্রিয় ফিফা বিশ্বকাপের সব কটি খেলা কিছু সংখ্যা টিভি চ্যানেলর মাধ্যমে বাংলাদেশে লাইভ দেখানো হবে। যার বিস্তারিত নিচে আলোচনা করা হলো-
২০২২ সালের এই সময় সবার হাতের নাগালে রয়েছে টিভি তাই খেলা দেখা নিয়ে খুব একটা চিন্তা করার কথা আসে না কিন্তু তার পরেও চিন্তার শেষ হয় না।আমাদের ব্যক্তিগত অথবা অফিসের কাজের জন্য বাইরে থাকতে হয় কিন্তু প্রিয়ো দলের খেলার সময় কোন কাজে মোন বসানো খুব কষ্টকর ব্যাপার বটে, মূল কারণ খেলা দেখতে না পারার।
আজকে আপনি জানতে পারবেন কিভাবে মোবাইল এবং কম্পিউটার এর মাধ্যমে ইন্টারনেট কানেকশন অন রেখে মোবাইল বা কম্পিউটার থেকে অ্যাপস ব্যবহার না করে ফিফা বিশ্বকাপ ২০২২ এর সকল লাইভ ফুটবল ম্যাচ দেখতে হয়।
৬ টি টিভি চ্যানেলর/ওয়েবসাইটের মাধ্যমে ফিফা বিশ্বকাপ ২০২২ এর সকল লাইভ ফুটবল ম্যাচ দেখতে পারবেন।
Toffee
আমার কাছে Toffee ওয়েবসাইট টা অসাধারণ লেগেছে ফিফা বিশ্বকাপ ২০২২ এর লাইভ ফুটবল ম্যাচ দেখতে। আপনার ফোনের অথবা কম্পিউটারের ক্রোম ব্রাউজার টা ব্যবহার করতে পারেন, ক্রোম ব্রাউজার থেকে ট্রফির ওয়েবসাইটে প্রবেশ করে আপনি ফিফা বিশ্বকাপ 2022 এর লাইভ খেলা টি দেখতে পারবেন।
Toffee ওয়েবসাইট থেকে দুইটি ক্যাটাগরিতে লাইভ ভিডিও খেলা দেখতে পারবেন।
- ফ্রি খেলা দেখার পদ্ধতি।
- প্রিমিয়াম বা টাকা প্রদান করে খেলা দেখার পদ্ধতি।
ফ্রি খেলা দেখার পদ্ধতিঃ সম্পূর্ণ খেলাটি ফ্রিতে দেখতে পারবেন তবে খেলা দেখার সময় মাঝে মাঝে এডস শো করানো হয়ে থাকবে। যেমন আমরা ইউটিউব ভিডিও দেখার সময় দেখতে পায়।
প্রিমিয়াম বা টাকা প্রদান করে খেলা দেখার পদ্ধতিঃ প্রিমিয়াম ক্যাটাগরিতে খেলা দেখতে হলে নিদিষ্ট পরিমান টাকা Toffe ওয়েবসাইট কোম্পানিকে দিতে হবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। প্রিমিয়াম ক্যাটাগরির ভিডিও দেখলে কোন ধরনের অ্যাপস শো করবে না এবং আপনি ফুল এইচডি ভিডিও তে খেলাটি উপভোগ করতে পারবেন।
T Sports Live
টিভিএস স্পোর্টস হলো বাংলাদেশের একটি জনপ্রিয় খেলাধুলার টিভি চ্যানেল যাদের অনলাইন ভিত্তিক ওয়েবসাইটে খেলা দেখিয়ে থাকে।বাংলাদেশের এই জনপ্রিয় টিভি চ্যানেলের মাধ্যমে আপনি যেকোন খেলার লাইভ ভিডিও দেখতে পারবেন তেমনি এই স্পোর্টস ওয়েবসাইটের মাধ্যমে ফিফা বিশ্বকাপ 2020 এর সকল খেলা সম্পূর্ন লাইভ দেখতে পারবেন।
T Sports Live এর চ্যানেল থেকে খেলাটি দেখার জন্য এখানে ক্লিক করুন।এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি সাইন আপ করতে পারেন খেলাটি দেখার জন্য সাইন আপ করার জন্য আপনার মোবাইল নাম্বার অথবা জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ফিরতি ওটিপি এর মাধ্যমে সাইন আপ করে সকল খেলা এখান থেকে লাইভে দেখতে পারবেন।
Btv Live
বাংলাদেশের একমাত্র টিভি চ্যানেল হলো বিটিভি আমরা সবাই এই টিভির সঙ্গে পরিচিত, ফিফা বিশ্বকাপ 2022 এর সকল ম্যাচ বাংলাদেশের সরকারি টিভি চ্যানেলের মাধ্যমে দেখানো হচ্ছে।তবে আমি বলব এখানে ফিফা ফুটবল ম্যাচ গুলো দেখতে খুব একটা ভাল লাগবে না তার কারণ হচ্ছে যখনই আপনি খেলা লাইভ দেখতে যাবেন তখনই এদের সার্ভারে প্রবলেম থাকে। ইন্টারনেট স্পিড যত ভালো থাকুক না কেন খেলা দেখতে খুব একটা ভালো লাগে না। তবে বিটিভি লাইভ চ্যানেলে খেলা দেখার জন্য এখানে ক্লিক করুন।
আশা করি ছয়টা টিভি চ্যানেলের ব্যাখ্যা এখানে দেওয়া লাগবেনা তার কারণ হলো টিএ স্পোর্ট লাইভ এবং টফি চ্যানেলটি অত্যন্ত ভালো। এই দুইটা চ্যানেলের মাধ্যমে আপনি সম্পূর্ণ বিশ্বকাপটি খুব সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন। ফিফা বিশ্বকাপ 2022 এর সকল আপডেট পেতে এখন পোস্ট এর সঙ্গে থাকুন।