প্রতিষ্ঠানের নাম |
: Bangladesh Road Transport Authority
(BRTA) |
সংক্ষিপ্ত নাম |
:BTRC |
অবস্থা |
: চলমান |
আবেদন শুরুর তারিখ |
: 2 অক্টোবর, 2022 |
আবেদনের শেষ তারিখ |
:
15 নভেম্বর, 2022 |
বিজ্ঞপ্তির নং |
:
35.03.0000.001.11.043.22-1667 |
✳️ আবেদন করার আগে পড়ুন
এখন পোষ্ট চাকরি নিয়োগ প্রক্রিয়াটির জন্য কোনও পর্যায়ে কোনও চার্জ নেওয়া হয় না।
✳️পদের নাম, বেতনস্কেল সহ বিস্তারিত নিচে আলোচনা করা হলো
ক্রম |
পদের নাম |
পদের সংখ্যা |
ক্রোম বেতনক্রম |
১. |
হিসাব রক্ষক |
১
(এক)টি |
১১০০০-২৬৫৯০ |
২. |
কম্পিউটার অপারেটর |
১
(এক)টি |
১১০০০-২৬৫৯০ |
৩. |
সাট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর |
০৭
(সাত)টি |
১০২০০-২৪৬৮০ |
৪. |
মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট |
১৪)চৌদ্দ)
টি (কম বেশি হতে পারে) |
১০২০০-২৪৬৮০ |
৫. |
বেঞ্চ সহকারি |
০৫(পাঁচ)
(কম বেশি হতে পারে) |
৯৩০০-২২৪৯০ |
৬. |
ক্যাশিয়ার |
১
(এক)টি |
৯৩০০-২২৪৯০ |
৭. |
অফিস সহায়ক |
৩৫
(পয়ত্রিশ) টি |
৮২৫০-২০০১০ |
✳️আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী
আগ্রহী প্রার্থীগণ http://brta.teletalk. com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী http://brta.teletalk. com.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে।
- আরো পড়ুনঃ Bangladesh Air Force Job Circular 2022
- আরো পড়ুনঃ বাংলাদেশ নৌবাহিনী ১৬৭ জন বেসামরিক কর্মচারী নিয়ােগ
- আরো পড়ুনঃ বাসা বাড়ির বিদ্যুৎ বিল হিসাব করুন নিজেই
- আরো পড়ুনঃ Banglalink Internet Package 2022
- আরো পড়ুনঃ অনলাইনে নতুন জন্ম নিবন্ধন করার নিয়ম
- আরো পড়ুনঃ কীভাবে ই-পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করবেন
✳️ডিক্লারেশন
প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘােষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনাে অযােগ্যতা ধরা পড়লে বা কোনাে প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়ােগের পরে যে কোনাে পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
*** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
📢হুঁশিয়ারিঃ ভর্তির বিষয়ে কোন অসৎ ব্যক্তির সাথে যােগাযােগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। কেননা বিআরটিএ তে ভর্তি প্রক্রিয়ায় কোন প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযােগ নেই।