Bangladesh Air Force Job Circular 2022। Government Jobs । Bangladesh air force officer cadet circular 2022 । bd jobs


প্রতিষ্ঠানের নাম
: বাংলাদেশ বিমান বাহিনী
সংক্ষিপ্ত নাম
: BAF
আবেদন শুরুর তারিখ
: 15 সেপ্টেম্বর, 2022
আবেদনের শেষ তারিখ
: 9 এপ্রিল, 2023
অবস্থা
: চলমান
বিজ্ঞপ্তির নং
: N/A
ওয়েব লিংক
:https://joinairforce.baf.mil.bd

✳️আবেদন করার আগে পড়ুন
এখন পোষ্ট চাকরি নিয়োগ প্রক্রিয়াটির জন্য কোনও পর্যায়ে কোনও ফি/চার্জ নেওয়া হয় না।

You have to wait 120 seconds.

অনুগ্রপূ্র্বক কিছুক্ষণ সময় অপেক্ষা করুন "অনলাইনে আবেদন" বাটন ওপেন হবে।...

✳️শিক্ষাগত যােগ্যতা

✳️অন্যান্য যােগ্যতা
  • নাগরিকত্বঃ ও বাংলাদেশী পুরুষ/মহিলা নাগরিক।
  • বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত/অবিবাহিতা।
  • বয়সঃ ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর (২৮ জুন ২০২৩ তারিখে), বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযােগ্য নয়।
  • উচ্চতাঃ পুরুষ প্রার্থী ও কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপঃ কমপক্ষে ৩২ ইঞ্চি, প্রসারণঃ ২ ইঞ্চি।
  • মহিলা প্রার্থীঃ জিডি(পি)- কমপক্ষে ৬৪ ইঞ্চি, অন্যান্য কমপক্ষে ৬২ ইঞ্চি, বুকের মাপঃ কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণঃ ২ ইঞ্চি,
  • ওজনঃ বয়স ও উচ্চতানুযায়ী।
  • চোখঃ দু চোখের দৃষ্টিশক্তিঃ জিডি(পি)- ৬/৬, এটিসি ও এডিডব্লিউসি- ৬/১২ পর্যন্ত এবং লজিস্টিক ও
  • ফিন্যান্স- ৬/৬০ পর্যন্ত,সকল শাখার জন্য Color Perception Standard-l।

✳️প্রার্থীর জন্য অযোগ্যতা


১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় অবসর গ্রহণ;

২। আইএসএসবি পরীক্ষায় দু'বার ফ্রীল্ড আউট অথবা দু'বার প্রত্যাখ্যাত (একবার স্ক্রীন্ড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবে);
৩। যে কোনো ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত;
৪। সিএমবি অথবা আপীল মেডিক্যাল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত;
৫। প্রার্থীর বয়স ১৯ বছর হওয়ার পূর্বে ল্যাসিক (LASIK) করা হলে গ্রহণযোগ্য নয়। ১৯ বছর বয়সের পর ল্যাসিক করা হলে, ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম ৬ (ছয়) মাস অতিবাহিত হতে হবে।
✳️অনলাইনে আবেদনের নিয়মাবলী।

সরাসরি https://joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে ‘Apply Now -এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ ১,০০০/- টাকা পরিশােধ করা হলে রেজিস্ট্রিকৃত মােবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে ‘Login করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। কোনাে আবেদনকারী মােবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড না পেলে ২৪ ঘন্টার মধ্যে তা helpdesk@baf.mil.bd -এ আবেদনের জন্য ব্যবহৃত Gmail Address হতে পেমেন্ট Invoice কপি/প্রমাণসহ Gmail করে জানাতে হবে।

✳️আবেদনপত্র জমাদানের নিয়মাবলী

১। প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতঃ পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবেঃ ১। সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি;
২। নাগরিকত্ব, চারিত্রিক সনদ (বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক) জমা দিতে হবে। উক্ত সনদ স্ব স্ব ইউনিয়ন পরিষদ/ মিউনিসিপ্যাল চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সাথে সনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে;
৩। সম্প্রতি তোলা ১২ কপি পাসপোর্ট এবং ০৪ কপি স্ট্যাম্প আকারের সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত ছবি হতে হবে);
৪। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ;
৫। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল/প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থীতার জন্য অনুমতিপত্র;
৬। জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি;
৭। খেলাধুলা/অন্যান্য যেকোন বিষয়ে কৃতিত্বের সনদ থাকলে তার সত্যায়িত ফটোকপি ।

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের সময়সীমাঃ ১৫ সেপ্টেম্বর ২০১২ থেকে ৯ এপ্রিল ২০২৩।

📢হুঁশিয়ারিঃ ভর্তির বিষয়ে কোন অসৎ ব্যক্তির সাথে যােগাযােগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। কেননা বিমান বাহিনীতে ভর্তি প্রক্রিয়ায় কোন প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযােগ নেই।

Post a Comment

Do not Share any Link

Previous Post Next Post

Contact Form