AB Bank Internet Banking । AB Bank Limited । Internet Banking - AB Bank Limited

প্রিয় বন্ধুরা  এখন পোস্ট ডটকম এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমরা প্রতিনিয়ত স্মার্ট রূপে পরিবর্তিত হচ্ছি, তার মধ্যে অন্যতম মাধ্যম হচ্ছে ব্যাংকিং সিস্টেম। ব্যাংকিং সিস্টেম এখন এতটা সহজ হয়ে গেছে যার ফলে আমরা যখন তখন ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারছি।
আমরা আগে ব্যাংকিং আওয়ার এর জন্য অপেক্ষা করতাম টাকা জমা করা বা উত্তোলন করার জন্য।কার্ড সিস্টেম চালু হওয়ায় আমরা ব্যাংকিংয়ের টাকা উত্তোলনের সুবিধা গ্রহণ করতে থাকি তবে এখন ব্যাংকিং সেবা এতটা সহজ হয়েছে যার ফলে আমরা একটি ইস্মার্ট ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ঘরে বসে সকল সুবিধা গ্রহণ করতে পারি।

আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো এবি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং নিয়ে। এবি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে কি কি সুবিধা উপভোগ করা যায় এবং এর সকল সুবিধা এবং অসুবিধা নিয়ে বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

আপনার যদি এবি ব্যাংকের একটি একাউন্ট অপেন করা থাকে তাহলে আপনি চাইলে ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা উপভোগ করতে পারবেন। আপনার অ্যাকাউন্ট থেকে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা পেতে হলে অবশ্যই ব্যাংকে যে নির্দিষ্ট ফরমে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা গ্রহণ করার জন্য আবেদন করতে হবে। আবেদন করার এক কর্মদিবসের মধ্যে আপনাকে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা  টি প্রদান করা হবে।

✳️ইন্টারনেট ব্যাংকিং যেসব মাধ্যমে  উপভোগ করা যায় 
  • অ্যাপস এর মাধ্যমে
  • ওয়েব ব্রাউজিং এর মাধ্যমে
আপনি অ্যাপস ব্যবহার করেন অথবা ওয়েব ব্রাউজিং  করে ইন্টারনেট ব্যাংকিং  সুবিধা গ্রহণ করতে পারেন যার কার্যকারিতা দুটোরই একি রকম। আপনি মোবাইল অ্যাপস অথবা  গুগোল  গুগোল ওপেন করেএবি ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ  করবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পরে যে সকল সুবিধা গ্রহণ করবেন তার সকল তথ্য এবং বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

✳️এবি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা ও ক্যাটাগরি
  • Account
  • Fund Transfer
  • Bills Pay
  • Credit Cards
  • Service
✳️এবি ব্যাংক এর সুবিধা ও ক্যাটাগরি নিয়ে আলাদা ভাবে আলোচনা করা হলো।

💠Account: অ্যাকাউন্ট থেকে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার, একাউন্ট নাম,  কারেন্সি ও অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখার সুবিধা গ্রহন করতে পারবেন।

💠Fund Transfer:  ফান্ড ট্রান্সফার থেকে আপনি দুইটা পদ্ধতিতে টাকা পাঠাতে পারবেন 
  • আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোবাইল ব্যাংকিং নগদ একাউন্টে টাকা পাঠানোর সুবিধা।
  • আপনার ব্যাংক একাউন্ট থেকে অন্য ব্যাংক একাউন্টে টাকা পাঠানো পাঠানোর সুবিধা।
1️⃣মোবাইল  ব্যাংকিং নগদ এর একাউন্টে টাকা পাঠানোর শর্ত সমূহ 

আপনি এবি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার সময় অ্যাকাউন্টে এসএমএস সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য যে ফোন নাম্বার ব্যবহার করেছিলেন ঠিক ওই নাম্বারেই আপনার মোবাইল ব্যাংকিং নগদ এর একাউন্ট ওপেন থাকতে হবে। আপনি তাহলে এবি ব্যাংক একাউন্ট থেকে মোবাইল ব্যাংকিং নগদ এর একাউন্টে টাকা পাঠাতে পারবেন।
2️⃣ব্যাংক একাউন্ট থেকে অন্য ব্যাংক একাউন্টে টাকা পাঠানো পাঠানোর পদ্ধতি

আপনি দুইটি উপায় এবি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য যেকোন ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে পারবেন।যার বিস্তারিত নিচে আলোচনা করা হলো-
  • Instant Transfer (NPSB): আপনি 24 ঘন্টায় যেকোনো টাইমে,যেকোনো সময়, নির্দৃষ্ট  ব্যাংকে ইনস্ট্যান্ট টাকা ট্রানস্ফার করতে পারবেন (যেমনভাবে নগদ ও বিকাশের মাধ্যমে টাকা  লেনদেন করা হয়)।
  • Other Bank EFT (BEFTN):  আপনি 24 ঘন্টায় যেকোনো টাইমে,যেকোনো সময়, নির্দিষ্ট ব্যাংকে টাকা সেন্ড করে রাখতে পারবেন তবে যার একাউন্টে টাকা পাঠাবেন তার একাউন্টে টাকা অ্যাড হবে তখন যখন ব্যাংকিং আওয়ার শুরু হবে।
❇️Instant Transfer (NPSB) & Other Bank EFT (BEFTN) Bank List

1️⃣Instant Transfer (NPSB) Bank List
  • Instant Transfer (NPSB) Bank List
  • Dutch-Bangla Bank Limited
  • STANDARD CHARTERED BANK
  • MIDLAND BANK LIMITED
  • BANK ASIA LTD
  • BANGLADESH COMMERCE BANK LTD
  • Shimanto Bank Limited
  • BRAC Bank Limited
  • Al-Arafah Islami Bank Limited
  • Islami Bank Bangladesh Limited 
  • Pubali Bank Limited
  • United Commercial Bank Limited
  • First Security Islami Bank
  • Exim Bank Ltd
  • Dhaka Bank Ltd
  • Southeast Bank Ltd
  • The City Bank Limited
  • Trust Bank Limited
  • National Bank Limited
  • Prime Bank Ltd
  • Uttar Bank Limited
  • One Bank Limited
  • Eastern Bank Limited
  • Woori Bank Ltd
  • Meghna Bank Limited
  • NRB Commercial Bank Limited
  • Padma Bank Limited
  • IFIC Bank
  • Shahjalal Islami Bank Limited
  • Modhumoti Bank Limited
  • Social Islami Bank Ltd
  • Mercantil Bank Limited
  • Mutual Trust Bank Limited
  • Bangladesh Development Bank Limited
  • Jamuna Bank Limited
  • The HSBC Limited
  • Community Bank Bangladesh Limited
  • Union Bank Limited
  • Bengal Commercial Bank Limited
2️⃣Other Bank EFT (BEFTN) Bank List
  • AGRANI BANK LTD.
  • BANGLADESH KRISHI BANK
  • JANATA BANK LTD.
  • PUBALI BANK LTD.
  • SONALI BANK LTD.
  • RUPALI BANK LTD.
  • AL-ARAFAH ISLAMI BANK LTD.
  • BANGLADESH COMMERCE BANK LTD.
  • BANGLADESH DEVELOPMENT BANK LTD.
  • BANK AL-FALAH LTD
  • BANK ASIA LTD.
  • BASIC BANK LTD.
  • BENGAL COMMERCIAL BANK LIMITED
  • BRAC BANK LTD.
  • CITI BANKNA
  • COMMERCIAL BANK OF CYLON
  • COMMUNITY BANK BANGLADESH LTD.
  • DHAKA BANK LTD.
  • DUTCH-BANGLA BANK LTD
  • EASTERN BANK LTD.
  • EXIM BANK LTD.
  • FIRST SECURITY ISLAMI BANK LTD.
  • GLOBAL ISLAMI BANK LTD
  • HABIB BANK LTD.
  • HONGKONG & SHANGHAI BANKING CORP.
  • ICB ISLAMIC BANK LTD
  • IFIC BANK LTD.
  • ISLAMI BANK BANGLDESH  LTD.
  • JAMUNA BANK LTD.
  • MEGHNA BANK LIMITED
  • MERCANTILE BANK LTD.
  • MIDLAND BANK LIMITED
  • MODHUMOTI BANK LIMITED
  • MUTUAL TRUST BANK LTD.
  • NATIONAL BANK LTD.
  • NATIONAL BANK OF PAKISTAN
  • NATIONAL CREDIT & COMMERCE BANK LTD.
  • NRB BANK LIMITED
  • NRB COMMERCIAL BANK LTD.
  • ONE BANK LTD.
  • PRIME BANK LTD.
  • SBAC BANK LIMITED
  • SHAHJALAL ISLAMI BANK LTD.
  • SHIMANTO BANK LIMITED
  • SOCIAL ISLAMI BANK LTD
  • SOUTHEAST BANK LTD.
  • STANDARD BANK LTD.
  • STANDARD CHARTERED BANK
  • STATE BANK OF INDIA
  • THE CITY BANK LTD.
  • THE FARMERS BANK LIMITED
  • THE PREMIER BANK LTD.
  • TRUST BANK LTD.
  • UNION BANK LTD.
  • Union Bank Ltd.
  • Bengal Commercial Bank Limited
💠Bills Pay: এবি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি যে সকল প্রতিষ্ঠানের অথবা সেক্টরে পেমেন্ট করতে পারবেন, বিস্তারিত নিচে উল্লেখ করা হলো- 
1️⃣Credit Card
  • AB Bank Credit Card
  • Lanka Bangla Credit Card
2️⃣Tuition Fee
  • Willes Little Flower
3️⃣Mobile Topup
  • Airtel
  • Bangla Link
  • Grameen Phone
  • Robi
  • Tele Talk
4️⃣Utility Bill
  • DESCO
  • DPDC
  • WASA
5️⃣Insurance Bill
  • Metlife
6️⃣Internet Bill
  • Link3 ISP
💠Service: এবি ব্যাংকের সার্ভিস থেকে যে সকল সুবিধা উপভোগ করতে পারবেন তার বিস্তারিত নিচে দেওয়া হল- 
  • Call Back Request
  • EMI Calculator 
  • Change Password
✳️এবি ব্যাংকের অসুবিধার তথ্য নিয়ে নিচে বিস্তারিত  আলোচনা করা হলো
  • কম্পিউটার অথবা স্মার্ট মোবাইল ফোন না থাকলে ইন্টারনেট ব্যাংকিং সেবা উপভোগ করা সম্ভব নয়।
  • ইন্টারনেট কানেকশন ব্যতীত একাউন্ট মেনটেন করা সম্ভব নয়।
  • নেটওয়ার্কের প্রবলেম থাকার কারণে অনেক সময় ট্রানজেকশন ফেলড হতে পারে।
  • সফটওয়্যার আপডেট না করার কারণে বিভিন্ন ইরোড দেখাতে পারে।
◾উপসংহারঃ আশা করি আপনার কাছে এই সকল তথ্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমি যথাসাধ্য এই ব্লগ পোস্টের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং জানানোর চেষ্টা করেছি যদি কোন কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অথবা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে সেই সকল তথ্য জেনে নিন এবং বুঝে নেবেন,  ধন্যবাদ।

Post a Comment

Do not Share any Link

Previous Post Next Post

Contact Form