নতুন নগদ ইসলামিক ইউজার দের জন্য দারুণ খবর।এবার নগদ ইসলামিক-এ ১০ টাকা বোনাস হিসেবে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন ২০ টাকা রিচার্জে, অথবা আপনি ১০ টাকা খরচ স্কোরে পাচ্ছেন ১ জিবি ফোরজি ইন্টারনেট! আপনি নতুন একাউন্ট খুলে নিজ নাম্বারে সর্ব প্রথম রিচার্জে পাবেন এই অফারটি।
✳️মোবাইল ব্যাংকিং নগদ ইসলামিক -এর নতুন নিবন্ধিত ইউজার এবং বর্তমান সময় নগদ ইসলামিক ইউজার যারা ৩১ শে জানুয়ারি ২০২২ এর পর কোন প্রকার মোবাইল রিচার্জ করেননি, সে সকল ইউজার ‘নগদ ইসলামিক ’ মোবাইল অ্যাপ (App) অথবা ইউ.এস.এস.ডি (USSD) কোড ডায়াল এর মাধ্যমে নিজ মোবাইল নাম্বারে রিচার্জে (পোস্টপেইড/প্রিপেইড) যেকোনো মোবাইল অপারেটরের (টেলিটক,এয়ারটেল,রবি,বাংলালিংক,গ্রামীনফোন) নির্দিষ্ট ১ জিবি ইন্টারনেট অফার শুধুমাত্র ১০ টাকায় পাবেন।
✳️আপনি যদি এয়ারটেল,রবি ও জিপি এর গ্রাহক হন, তাহলে আপনাকে ৩৮ টাকা মোবাইল রিচার্জ করতে হবে (যার ফলে আপনি ২৮ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপহার পাবেন), আপনি যদি বাংলালিংক এর ব্যবহারকারী হন, তাহলে আপনাকে ৩১ টাকা মোবাইল রিচার্জ করতে হবে (যার ফলে আপনি ২১ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপহার পাবেন), আপনি যদি টেলিটক এর ব্যবহারকারী হন হন, তাহলে আপনাকে ২৭ টাকা মোবাইল রিচার্জ করতে হবে (যার ফলে আপনি ১৭ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপহার পাবেন)
৩। আপনি নগদ এর এই অফারের সকল ধরনের শর্তাবলী পূরণ সাপেক্ষে মাত্র একবার এবং যেকোনো একটি অফার আপনি (২০ টাকা রিচার্জ – ১০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপহার হিসেবে অথবা ১জিবি ফোরজি ডাটা অফার – ১০ টাকা) খুব সহজে উপভোগ করতে পারবেন ।
৪। আপনি নগদ এর নতুন নিবন্ধিত অফারের সকল শর্তাবলী অনুযায়ী উপযুক্ত হলে মোবাইল রিচার্জ করার পর পরবর্তী ইনস্ট্যান্ট অথবা এক কার্য দিবসের মধ্যে কাশব্যাক অফারটি পাবেন।
৫। আপনি নগদের বোনাস ডাটা অফার পাওয়ার জন্য অপারেটরদের ( গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল) সিদ্ধান্তকে যথাযথ অগ্রাধিকার দেওয়া হবে।
৬। নগদ এর এই নতুন নিবন্ধিত অফারটিতে অংশগ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই ‘নগদ ইসলামিক ’ অ্যাকাউন্টটি সচল রাখতে হবে।
৭। ‘নগদ ইসলামিক ’ এই শর্তাবলী সংশোধন করার কিংবা কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই পুরো অফারটি ক্যানসেল করার অধিকার সংরক্ষণ করতে পারে।
৮। নগদ এর এই সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত ‘ মোবাইল ব্যাংকিং নগদ ইসলামিক ’ কর্তৃক সংরক্ষিত এবং ‘ মোবাইল ব্যাংকিং নগদ ইসলামিক ’-এর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে।
- আরো পড়ুনঃ নগদ এ চলছে ১০ টাকা লাভের ঘণ্টা, Nagad Cashback Offer
- আরো পড়ুনঃ কিভাবে বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট খুলবেন
- আরো পড়ুনঃ Nagad Islamic Quiz
- আরো পড়ুনঃ অনলাইনে নতুন জন্ম নিবন্ধন করার নিয়ম
- আরো পড়ুনঃ বাসা বাড়ির বিদ্যুৎ বিল হিসাব করুন নিজেই
✳️ ‘নগদ ইসলামিক ’ আরো ঘোষণা করে যে,
খ) কতৃপক্ষ অথবা প্রতিনিধি আপনাকে কখনোই কোনো প্রকার লেনদেন করতে বলবে না
গ) ইহা ইউজারদেরকে শুধুমাত্র ১৬১৬৭ বা ০৯৬ নাম্বার থেকেই সাহায্যের জন্য যোগাযোগ করবে। নতুন নিবন্ধিত অফার সম্পর্কে কোন কিছু জানতে বা জানার থাকলে অবশ্যই নভোতেল দেওয়া নিচের নাম্বারে যোগাযোগ করতে পারবেন ১৬১৬৭ অথবা ০৯৬।
ঘ) নগদের উপরোক্ত ঘোষণা সমূহের পরও যদি তৃতীয় কোন পক্ষের কোন কার্যকলাপের জন্য কোন ক্ষতি সম্মুখীন হন তাহলে মোবাইল ব্যাংকিং নগদ ইসলামিক কর্তৃপক্ষ কোন ধরনের দায়ী থাকবে না।
Tags
Telecom