How to Order from AliExpress - aliexpress.com - Aliexpress - Aliexpress থেকে কেনাকাটা করুন সহজেই - How to Buy Aliexpress Products from Bangladesh - Aliex

AliExpress হল বিশ্বের অন্যতম ব্যস্ত এবং সবচেয়ে স্বীকৃত আন্তর্জাতিক Online মার্কেট প্লেস। মানুষের জীবনে চলার পথে এমন কোন প্রয়োজনীয় জিনিস নেই যা কিনা AliExpress এ পাওয়া যায় না। গার্মেন্টস থেকে শুরু করে মহিলা ও পুরুষদের জামা কাপড়, ফোন ও টেলিযোগাযোগ এক্সেসরিজ,কম্পিউটার, অফিস এবং নিরাপত্তা ভোক্তা ইলেকট্রনিক্স, গয়না এবং ঘড়ি,যন্ত্রপাতি,ব্যাগ, জুতা,খেলনা, বাচ্চা এবং শিশু আউটডোর খেলাধুলা,অটোমোবাইল ও মোটরসাইকেল টুলস সহ যাবতীয় আইটেম আলি এক্সপ্রেস থেকে  ক্রয় করতে পারবেন।
AliExpress থেকে ক্রয় করা আইটেম তারা শুধু নিজের দেশে হোম ডেলিভারি দিচ্ছে এমন টা নয়। AliExpress থেকে অর্ডারকৃত আইটেম তারা বিশ্বের প্রতিটা দেশে তাদের আইটেমগুলো ডেলিভারি প্রদান করে থাকে।


আপনি AliExpress থেকে আপনার প্রয়োজনীয় যে কোন আইটেম বিশ্বের যে কোন দেশ থেকে অর্ডার করতে পারবেন এবং হোম ডেলিভারির মাধ্যমেও সেই আইটেমটি রিসিভ করতে পারবেন। AliExpress বিশ্বের অন্যতম ও  শ্রেষ্ঠ একটি Online Shop যেখান থেকে আপনি চিন্তা ছাড়াই যেকোন আইটেম অর্ডার করতে পারবেন।

আপনি যদি একজন বাংলাদেশী অথবা ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে এই বাংলা ব্লগ পোষ্ট টি আপনার জন্য খুবই প্রয়োজনীয়। আপনি Block Post এর মাধ্যমে আজকে জানতে পারবেন কিভাবে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট অর্ডার করতে হয় এবং কিভাবে সেটা হোম ডেলিভারি মাধ্যমে পাওয়া যায়। যার বিস্তারিত নিচে আলোচনা করা হলো….. 


✳️কিভাবে বাংলাদেশ ও ইন্ডিয়া থেকে AliExpress পণ্য কিনবেন


➡️বাংলাদেশ থেকে AliExpress পণ্য কিনতে এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করুন।


ধাপ1️⃣ প্রথমে, AliExpress ওয়েবসাইটে প্রবেশ করুন, আপনাকে হোমপেজ দেখানো হবে যা দেখতে নিচের ছবির মত। 

ধাপ2️⃣আপনি হোমপেজের বামদিকে Categories দেখতে পারবেন যেখান থেকে আপনি আপনার পছন্দ করা প্রোডাক্টটি খুঁজে পেতে পারেন অথবা আপনি হোম পেজের উপরে প্রডাক্ট সার্চ করার অপশন পেয়ে যাবেন। সেখানে আপনার প্রোডাক্ট এর নাম টাইপ করে সার্চ করুন এবং আপনার পছন্দের প্রোডাক্টটি খুঁজে বের করতে পারবেন।
ধাপ3️⃣আপনার পছন্দ মতন প্রোডাক্টটি পেয়ে গেলে আপনি সেই প্রোডাক্ট এর উপরে ক্লিক করে প্রোডাক্ট এর সকল ডিটেইলস জানতে পারবেন এবং ছবি সহ আইটেমের ডিসক্রিপশন দেওয়া থাকবে সেটা দেখে আপনি আইটেমের বিস্তারিত জেনে নিতে পারবেন এমনকি আইটেমটি রিভিউ আপনি দেখে নিতে পারবেন ।

ধাপ4️⃣আপনার পণ্য নির্বাচন করার পরে, আপনি আরও কেনাকাটার জন্য 'কার্টে যোগ করুন' ক্লিক করে পণ্যটি আপনার কার্টে যোগ করতে পারেন বা অবিলম্বে কেনার জন্য 'এখন কিনুন' ক্লিক করতে পারেন।


ধাপ5️⃣এখন কিনুন' ক্লিক করার পরে, আপনাকে একটি অ্যাকাউন্ট নিবন্ধন করতে বলা হবে। শুধু আপনার ইমেল ঠিকানা লিখুন এবং একটি পাসওয়ার্ড দিন, তারপর 'অ্যাকাউন্ট তৈরি করুন' বোতামে ক্লিক করুন।


ধাপ6️⃣ এখন আপনাকে 4-সংখ্যার যাচাইকরণ কোডটি প্রবেশ করতে হবে যা আপনার ইমেলে পাঠানো হয়েছে। কোডটি লিখুন এবং 'Verify Email' বোতামে ক্লিক করুন।


ধাপ7️⃣এখন আপনার শিপিং ঠিকানা লিখুন. শুধু 'নতুন ঠিকানা যোগ করুন' লিঙ্কে ক্লিক করুন এবং একটি বাক্স পপ আপ হবে। সেখানে আপনার শিপিং তথ্য লিখুন।আপনি যে ঠিকানায় আইটেমটি রিসিভ করতে চাচ্ছেন ঠিক সেই ঠিকানাটা শিপিংয়ের ঠিকানায় পাঠিয়ে দিবেন। 


ধাপ8️⃣এখন 'পেমেন্ট পদ্ধতি নির্বাচন করুন'-এ ক্লিক করুন এবং সেখানে আপনার ক্রেডিট কার্ডের তথ্য নির্ভুলভাবে বসিয়ে দিন।


ধাপ9️⃣ অবশেষে, আপনার অর্ডার সম্পূর্ণ করতে 'প্লেস অর্ডার' বোতামে ক্লিক করুন।


AliExpress থেকে কেনাকাটা সহজ মাধ্যম, এর আগে যদি আপনি কখনো AliExpress থেকে প্রোডাক্ট অর্ডার করে না থাকেন তাহলে এই প্রসেসিং টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রসেসিং টা দেখলে আপনি খুব সহজেই AliExpress থেকে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন কারণ সকল ডিটেলস এখানে দেখানো হয়েছে ।

✳️আলিএক্সপ্রেস টিপস

আপনি যদি ইন্ডিয়ান অথবা বাংলাদেশ হয়ে থাকেন তাহলে আলি এক্সপ্রেস থেকে অর্ডার দেওয়ার সময় নিম্ন বর্ণিত বিষয়গুলো মনে রেখে সেই অনুযায়ী অর্ডার দেওয়ার চেষ্টা করবেন।
  • আপনার আইটেম যদি 10 ডলারের বেশি হয় তাহলে সেলার কে টেক্সট করে শিপিং করার সময় আইটেম ভ্যালু কমিয়ে দেওয়ার কথা বলে দিবেন ।
  • 10 ডলারের বেশি হলে কাস্টম ডিউটি নেওয়ার সম্ভাবনা বেশি
  • 10 ডলারের কম হলে কাস্টম ডিউটি প্রয়োজন হয় না। DG আইটেম না নেওয়ার চেষ্টা করবেন
  • DG আইটেম আনলে কাস্টমস থেকে আইটেমটি আটকে দিতে পারে
  • Drone অথবা ব্যাটারি না নেওয়ার চেষ্টা করব কারণ এগুলা DG আইটেম এর আওতায় পড়ে
  • ফ্রী শিপিং এর আইটেম নেওয়ার চেষ্টা করবেন
  • DHL কুরিয়ারের মাধ্যমে আইটেম না নেওয়ার চেষ্টা করবেন

আলি এক্সপ্রেস এর প্রোডাক্ট বাংলাদেশের পোস্ট অফিসের মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি করে থাকে তাই অবশ্যই যখন আপনি আইটেম অর্ডার করবেন তখন ঠিকঠাক পোস্ট অফিসের কোড নাম্বারটি যেনে তারপরে আপনি আইটেমটি অর্ডার করবেন। 

➡️আপনি আলিএক্সপ্রেস থেকে অর্ডার করতে চাচ্ছেন কিন্তু আপনার কাছে পেমেন্ট করার কোন ব্যবস্থা নেই সে ক্ষেত্রে আপনি চাইলে আমার থেকে পেমেন্ট করে নিতে পারবেন। 

কিভাবে আমার থেকে পেমেন্ট করে নিবেন তার বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন, একটি ভিডিও পাবেন। ভিডিওতে বিস্তারিত দেওয়া আছে, কিভাবে আপনি আমার থেকে আপনার আইটেমের জন্য পেমেন্ট করে নিতে পারবেন। আমি পেমেন্ট করে দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে এক্সট্রা চার্জ রাখিনা ।

Post a Comment

Do not Share any Link

Previous Post Next Post

Contact Form