Electrical License Viva Guide Free Download - ইলেকট্রিক্যাল লাইসেন্স ভাইভা গাইড (ক, খ, ও গ শ্রেণীর জন্য)

ইলেকট্রিশিয়ান ও সুপারভাইজারদের জন্য রচিত,  বিদ্যুৎ লাইসেন্স বোর্ড এর “ক খ ও গ “ লাইসেন্সপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান সুপারভাইজার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দ্বারা রচিত ইলেকট্রিক্যাল লাইসেন্স ভাইভা গাইড (Electrical License Viva Guide) “ক খ ও গ “ (A B C) শ্রেণীর জন্য।


ইলেকট্রিক্যাল লাইসেন্স ভাইভা গাইড রচিত হয়েছে ইলেকট্রিশিয়ান ও সুপারভাইজার  সার্টিফিকেট প্রত্যাশীদের জন্য। এই গাইড  আপনি আয়ত্ত করতে পারলে পরীক্ষায় ১০০% উত্তীর্ণ হতে পারবেন।


আপনাদের কথা চিন্তা করে “ইলেকট্রিক্যাল লাইসেন্স ভাইভা গাইড এর পিডিএফ ফাইল” (Electrical License Viva Guide PDF File) আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে নিচে একটি লিংক জেনারেটিং হওয়ার শেষ হলে "Download Now" তার উপরে ক্লিক করে আপনি গাইড টির পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। 


বিনামূল্যে বইটি পেতে ধৈর্য ধরে কিছুক্ষণ সময় অপেক্ষা করুন, আশা করি আপনার সময়ের মূল্য পেয়ে যাবেন।


কিছুক্ষন সময় অপেক্ষা করুন, খুভ শিগ্রই ডাউনলোড লিংক ওপেন হবে।

You have to wait 299 seconds.

Please Wait, Generating Open Link...

⤵️ ইলেকট্রিক্যাল লাইসেন্স ভাইভা গাইড এর বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো। 


✳️বইটির লেখক পরিচিতি✳️


 প্রকৌশলী ভবসিন্ধু বিশ্বাস 

 বিএসসি ইঞ্জিনিয়ারিং

 (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স)

প্রথম শ্রেণি (তৃতীয় স্থান)

 ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল)

 খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট, খুলনা 


 মোঃ জাকির হোসেন

 ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (ইলেক্ট্রিক্যাল)

"ক, খ, গ" লাইসেন্সপ্রাপ্ত (সুপারভাইজার)

 কোর্স কো-অর্ডিনেটর

মাদার ট্রেড অটমেশন

ডুয়েট, গাজীপুর।


✳️এবিসি লাইসেন্স আবেদন প্রক্রিয়া

এবিসি লাইসেন্স আবেদন প্রক্রিয়া 🎦ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।


➡️ABC License Cost লাইসেন্স খরচ কি রকম হতে পারে?

পরীক্ষার ফি (ক) সুপারভাইজার

শ্রেণী পরীক্ষার ফি নবায়ন ফি জরিমানা সহ
৬০০ ৩০০ ৩৯০
গ ও খ ১৮০০ ৭২০ ৮১০
গ, খ ও ক ৩৬০০ ১৩২০ ১৪১০

সেন্টার ফিঃ প্রতি শ্রেণীর জন্য ২৫০ টাকা


পরীক্ষার ফি (খ) ইলেকট্রিশিয়ান

শ্রেণী পরীক্ষার ফি নবায়ন ফি জরিমানা সহ
৯০ ৩০ ৬০
গ ও খ ২৪০ ৯০ ১২০
গ, খ ও ক ৫৪০ ১৮০ ২১০
সেন্টার ফিঃ প্রতি শ্রেণীর জন্য ২০০ টাকা


➡️পরীক্ষার ফি ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকে জমা দিতে হবে।

➡️অনলাইনে আবেদন করার সময় সেন্টার ফি জমা দিতে হবে।

➡️আবেদন করার সময় যা আপলোড করতে হবেঃ-

  • এস এস সি সার্টিফিকেটের সত্যায়িত  ফটোকপি
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সত্যায়িত ফটোকপি
  • অভিজ্ঞতার সার্টিফিকেট সত্যায়িত ফটোকপি
  • 4 কপি সত্যায়িত ছবি
  • চারিত্রিক সনদপত্র
  • ট্রেজারি চালান এর মূল কপি।

➡️এবিসি লাইসেন্স বলতে যা বোঝায়

A হলো সর্বোচ্চ মান,  B হলো মধ্যম মান ও C বল নিম্নমান


➡️ভোল্টেজ অনুযায়ী লাইসেন্স ক্যাটাগরি হলোঃ

  • A: High Range (440V থেকে যকোনো High Voltage কাজ)
  • B: Medium Range (220 থেকে 440 Voltage কাজ)
  • C: Low Range (Up to 220V কাজ)

আপনি চাইলে আলাদা আলাদা আবেদন করতে পারেন। আবার সবগুলো একসাথে এপ্লাই করতে পারেন ।তবে কখনই C বাদ দিয়ে B বাদ দিয়ে A নিতে পারবেন না।


আরো পড়ুনঃ হাউজ ওয়্যারিংয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

আরো পড়ুনঃ হাউজ ওয়্যারিং কী? হাউজ ওয়্যারিং কত প্রকার ও কী কী বিস্তিরিত আলোচনা 

আরো পড়ুনঃ বাসা বাড়ির বিদ্যুৎ বিল হিসাব করুন নিজেই ।

আরো পড়ুনঃ A B C লাইসেন্স এর সকল সমস্যার সমাধান।


✳️এবিসি লাইসেন্স ভাইভা গাইড সারসংক্ষেপ

সূচিপত্র গাইডে মোট 25 টি অধ্যায় আছে, যথা- 

  • নিরাপদ কার্যপদ্ধতি
  • কমন হ্যান্ড টুলস ও ইকুপমেন্ট
  • ইলেকট্রিক্যাল প্রতীক
  • ফিটিং
  • তার ও  ক্যাবল
  • বেসিক ইলেকট্রিক সার্কিট
  • হাউজ ওয়ারিং
  • জয়েন্ট
  • টেস্টিং সার্কিট
  • সার্ভিস কানেকশন
  • আর্থিং
  • নিরাপত্তা যন্ত্র
  • রিলে
  • বিভিন্ন পরিমাপক যন্ত্র
  • বৈদ্যুতিক মোটর, পাখা এবং জেনারেটর
  • মোটর স্টাটার
  • ট্রান্সফরমারের কার্যনীতি এবং গঠন
  • ইনসুলেটর এবং এদের বৈশিষ্ট্য
  • ওভারহেড লাইনের সাপোর্ট সমূহ
  • ট্রানস্মিশন/ ডিস্ট্রিবিউশন লাইন পদ্ধতি
  • ওভারহেড লাইনের পোল/টাওয়ার স্থাপন
  • ডিসি ট্রানস্মিশন সিস্তেম
  • দিস্ট্রিবিউশন
  • ডিসট্রিবিউশন পাওয়ার সিস্টেম
  • আন্ডারগ্রাউন্ড ক্যাবল এর গঠন পদ্ধতি
  • বিগত বছরের প্রশ্ন ও উত্তর

✳️বইটির বৈশিষ্ট্য সমূহ

  • বইটিতে সকল যন্ত্রাংশ ছবি ও ব্যাখ্যা দেওয়া হয়েছে, যেন শিক্ষার্থীরা সহজে যন্ত্রগুলো শনাক্ত করতে পারে।
  • এসি এবং ফ্রিজের সকল প্রকার সমস্যার সঠিক সমাধান দেখানো হয়েছে
  • রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ট্রেডের ছাত্র-ছাত্রীদের জন্য নতুন সিলেবাস অনুযায়ী প্রণীত
  • মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার নিয়ম বলি
  • প্রতিটি যন্ত্রাংশের ব্যবহার দেওয়া হয়েছে

✳️এবিসি লাইসেন্স ভাইভা গাইড এর পিডিএফ ফাইলটি উপরে পেয়ে যাবেন, পিডিএফ ফাইল টির মধ্যে আপনারা যা যা পাবেনঃ

  • এবিসি লাইসেন্স আবেদন প্রক্রিয়া সেফটি ইকুপমেন্ট সিস্টেমের সকল পেজ যেখানে লোগো সহ বিস্তারিত দেখানো হয়েছে
  • কমন হ্যান্ড টুলস ও ইকুপমেন্ট সকল ফিজিক্যাল আইটেম এর ছবি সহ বিস্তারিত আলোচনা করার পেজগুলো পিডিএফ ফাইল টির মধ্যে পাবেন
  • বৈদ্যুতিক আন্তর্জাতিক প্রতীক
  • ফিক্যার অফ ফিটিংস এর সকল আইটেমের ছবি সহ বিস্তারিত দেখানো আছে
  • পঁচিশটা অধ্যায়ের সকল সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
  • বিগত বছরের ভাইভা প্রশ্ন ও উত্তর
  •  বিদ্যুৎ লাইসেন্স বোর্ড এর লাইসেন্সপ্রাপ্তদের বাস্তব অভিজ্ঞতা

প্রিয় পরীক্ষার্থী, ইলেকট্রিক্যাল লাইসেন্স ভাইভা গাইড এর সকল গুরুত্বপূর্ণতথ্য এই পিডিএফ ফাইল এর মধ্যে রাখার চেষ্টা করেছি। আমি আশা করি আপনারা যদি এই পিডিএফ ফাইল টি সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনারা এবিসি লাইসেন্স পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হতে পারবেন।

Post a Comment

Do not Share any Link

Previous Post Next Post

Contact Form