১। পথচারী রাস্তা পারাপারের জন্য নির্দিষ্ট স্থানে অপেক্ষা করছেন, তখন আপনি…
উত্তরঃ গাড়ী থামান, পদচারীরা রাস্তা পার হওয়া অবধি অপেক্ষা করুন এবং তারপরে এগিয়ে যান
২। আপনি একটি সংকীর্ণ সেতুর দিকে গাড়ী নিয়ে এগোচ্ছেন, অন্য একটি গাড়ী, উল্টোদিক থেকে সেতুতে ঢোকবার মুখে, তখন আপনি কি করবেন?
উত্তরঃ অন্য গাড়িটি সেতু পার হয়ে আসা অবধি অপেক্ষা করব এবং তারপর সেতু পার হবো
RRR Movie Download Korun
৩। যখন একটি গাড়ী দুরঘটনাগ্রস্থ হয়ে কোনো মানুষ আহত হয়েছেন
উত্তরঃ আহত মানুষ্টির চিকিৎসা জন্য সকল প্রকার প্রয়োজনিয় পদক্ষেপ নিন এবং ২৪ ঘন্টার মধ্যে সবচেয়ে কাছের থানায় জানান
৪। যে রাস্তা একমুখী যান চলাচলের জন্য নির্দিষ্ট
উত্তরঃ রিভার্স বা ব্যক গিয়ারে গাড়ী চালানো যাবেনা
৫। আপনি সামনের গাড়ীটিকে অতিক্রম করতে পারেন
উত্তরঃ ঐ গাড়ীটির ডানদিক দিয়ে
আরো পড়ুনঃ BRTA Driving License Exam Questions Answers 2022
৬। যখন একটি গাড়ী প্রহরী হীন রেলওয়ে লেভেল ক্রসিং এর দিকে এগোচ্ছে, তখন ক্রসিং পার হবার আগে গাড়ীর চালক
উত্তরঃ গাড়ীটিকে রাস্তার বাঁ দিকে দাঁড় করাবেন, তারপর গাড়ী থেকে নেমে রেললাইনের কাছে যাবেন এবং নিশ্চিত হবেন, রেললাইনের কোনো দিক থেকেই কোনো ট্রেন বা ট্রলি আসছে কি না
৭। ট্রান্সপোর্ট বা বানিজ্যিক গাড়িকে কিভাবে চিনবেন?
উত্তরঃ গাড়ীটির নাম্বার প্লেট দেখে
৮। শিক্ষানবিসের লাইসেন্সের বৈধতা থাকে
উত্তরঃ ৬ মাস
৯। ফুটপাথ বিহীন রাস্তায় পদচারীরা
উত্তরঃ রাস্তায় ডানদিক দিয়ে হাঁটবেন
১০। উল্লিখিত গাড়ির ক্ষেত্রে, রাস্তা করে দিতে হবে
উত্তরঃ আপদকালীন সংকেত যুক্ত গাড়ি
১১। উল্টোদিক থেকে এগিয়ে আসা গাড়িকে যেতে দিতে হবে...
উত্তরঃ আপনার ডান দিক দিয়ে
১২।কোন একটি গাড়ীর চালক, সামনের গাড়ীকে অতিক্রম করতে পারবেন
উত্তরঃ যখন সামনের গাড়ীর চালক, পিছনের গাড়ীটিকে অতিক্রম করার সংকেত দেযাচ্ছেন
১৩।গাড়ীর চালক, সাধারন ভাবে গাড়ী চালিয়ে যাবেন…
উত্তরঃ রাস্তার বাঁ দিক বরাবর
১৪। যখন কোনো গাড়ী রাতে রাস্তার ধারে রাখা (পার্ক করা) হয়েছে
উত্তরঃ গাড়ী দাঁড়িয়ে থাকাকালীন আলো (পার্কিং লাইট) জালিয়ে রাখতে হবে
১৫। কুয়াশায় ব্যবহার্য বাতি (ফগ ল্যাম্প) ব্যবহৃত হবে
উত্তরঃ যখন কুয়াশা থাকবে
১৬।জেব্রা চিন্হের কাজ হল...
উত্তরঃ পদচারীদের রাস্তা পারাপারের করার জন্য নির্দিষ্ট জায়গা
১৭। যখন একটি এম্বুলেন্স আসছে
উত্তরঃ চালককে নিজের গাড়ীটিকে রাস্তার পাশে নিয়ে গিয়ে, এম্বুলেন্সর জানা রাস্তা করে দিতে হবে
১৮। ট্রাফিকের লাল আলোর মানে হল…
উত্তরঃ গাড়ী চালানো বন্ধ করতে হবে
১৯। হাসপাতালের প্রবেশের মুখে গাড়ী বিশ্রামে দাঁড় (পার্ক করা) করিয়ে রাখা
উত্তরঃ অনুচিত
২০। যখন পিচ্ছিল রাস্তার সংকেত, রাস্তায় দেখা যাবে, তখন চালক…
উত্তরঃ গাড়ীর গিয়ার পরিবর্তন করে, গাড়ীর গতি কমাতে হবে
আরো পড়ুনঃ বাংলাদেশের ট্রাফিক আইন ও জরিমানা তালিকা ২০২২
২১। পিছন থেকে গাড়ী চালিয়ে অতিক্রম (ওভারটেক) করা, এই সব ক্ষেত্রে নিষিদ্ধ
উত্তরঃ যখন, এই অতিক্রম করা (ওভারটেক করা) অন্য যান বাহনের পক্ষে অসুবিধা বা বিপদজনক
২২। রাস্তার বাঁকের মুখে এগোনোর সময়, পিছন দিক দিয়ে অতিক্রম (ওভারটেক) করা
উত্তরঃ অনুমোদন যোগ্য নয়
২৩। মদ্যপান করে গাড়ী চালানো
উত্তরঃ সমস্ত গাড়ীতে নিষিদ্ধ
২৪। হর্ন বাজানো নিষিদ্ধ
উত্তরঃ হাসপাতাল, আদালতের কাছে
২৫। পিছনের দৃশ্যের জন্য আয়না ব্যবহৃত হয়
উত্তরঃ পিছন থেকে এগিয়ে আসা গাড়ীর উপর লক্ষ্য রাখার জন্য
২৬। চলন্ত গাড়ীতে ওঠা এবং নামা
উত্তরঃ সকল প্রকার গাড়ীতে নিষিদ্ধ
২৭। প্রত্যেক গাড়ীকে প্রত্যেক ছয় মাস অন্তর ধোঁযা পরীক্ষার প্রসংশাপত্র করে নিতে হবে
উত্তরঃ রেজিষ্ট্রেশনের এক বছর পর থেকে
২৮। যখন গাড়ীতে জ্বালানি ভরা হচ্ছে
উত্তরঃ ধূমপান করবেন না
২৯। মোবাইল ফোন ব্যবহার করা যাবে না
উত্তরঃ গাড়ী চালানোর সময়
৩০। পিছন থেকে সামনের গাড়ীকে অতিক্রম করা (ওভারটেক), নিষিদ্ধ
উত্তরঃ যখন সামনের রাস্তা স্পস্ট রুপে দৃশ্যমান নয়
৩১। রাস্তার তীক্ষ বাঁক অথবা, থেমে থাকে গাড়ীর খুব কাছে থেকে, পদচারীরা রাস্তা পারাপার করবেন না, কেন?
উত্তরঃ দূর থেকে আসা অন্যান্য গাড়ীর চালকেরা, রাস্তা পারাপারকারী ব্যক্তিদের নাও দেখতে পারেন
৩২। অবাণিজ্যিক (প্রাইভেট) গাড়ীর নথিসমূহ
উত্তরঃ নিবন্ধন শংসাপত্র, বীমা শংসাপত্র, ট্যাক্স টোকেন, গাড়ী চালানোর অনুমতি পত্র, ধোঁয়া পরীক্ষার ছাড় পত্র
৩৩। যে রাস্তায় গাড়ী চালাচ্ছেন, সেই রাস্তার বাঁদিক, গাড়ী বাঁক নেওয়ার জন্য আপনি
উত্তরঃ বাঁ দিকে ঘোরানোর সংকেত দিন, রাস্তার বাঁ দিকে গাড়ী চালিয়ে দুইবার হর্ন দিয়ে বাঁ দিকে ঘোরান
৩৪। ধোঁয়া পরীক্ষার ছাড়পত্রের বৈধতা
উত্তরঃ ৬ মাস
৩৫। যখন গাড়ীর হেডলাইট জ্বালিয়ে গাড়ী চালাচ্ছেন, তখন উল্টোদিক থেকে একটি গাড়ী এগিয়ে এলে, আপনি
উত্তরঃ গাড়ীটি অতিক্রম করে যাওয়া অবধি অল্প আলোতে হেডলাইট জ্বালিযে রাখুন
৩৬। গাড়ীর চালক, হাতের তালু নীচের দিকে ডান হাত বাড়িয়ে তা বেশ কয়েকবার উঠাচ্ছেন এবং নামাচ্ছেন তাহলে আপনি বুঝবেন যে…
উত্তরঃ তিনি গাড়ীর গতি কমাচ্ছেন
আরো পড়ুনঃ BRTA Driving License Check online Bangladesh
৩৭। গীয়ার ছাড়া মোটরসাইকেল চালানোর লাইসেন্স-এর জন্য সর্বনিম্ন বয়স
উত্তরঃ ১৬ বছর
৩৮। যখন আপনি স্কুলের চিন্হ দেখবেন, তখন আপনি
উত্তরঃ গাড়ী আস্তে চালান এবং সাবধানতার এগিয়ে যান
৩৯। বাঁ দিকে ঘোরানোর সময়, দুচাকা-গাড়ীর চালক
উত্তরঃ বাঁ দিকে ঘোরানোর সংকেত, তাঁর ডান হাত দিয়ে দেখাবেন
৪০। U টার্ন নেবার সময় সংকেত হবে
উত্তরঃ ডান দিকে ঘোরানোর সংকেত
৪১। গাড়ীর চালক 'U' টার্ন নেবেন না
উত্তরঃ ব্যস্ত রাস্তায়
৪২। পশ্চিমবঙ্গের গাড়ীর ক্ষেত্রে এককালীন কর হল
উত্তরঃ ৫ বছর
৪৩। সামনের গাড়ীকে ওভারটেক করার ক্ষেত্রে এটা নিশ্চিত হতে হবে
উত্তরঃ সামনের রাস্তা স্পষ্টভাবে দৃশ্যমান এবং সামনের গাড়ী অতিক্রম করা নিরাপদ হবে
৪৪। মালবাহী গাড়ীর কেবিনে, যত সংখ্যক ব্যক্তিকে বহন করা যেতে পারে
উত্তরঃ নিবন্ধন শংসাপত্রে (রেজিষ্ট্রেশন পত্রে) যত সংখ্যক ব্যাক্তির সংখ্যা নথিভুক্ত করা আছে
৪৫। যখন আপনার গাড়ীকে কোন গাড়ী ওভারটেক করছে, তখন আপনি
উত্তরঃ অন্য গাড়ীকে ওভারটেক করার সময় বাধা দেবেন না
৪৬। যেখানে গাড়ী রাখা (পার্ক করা) নিষিদ্ধ
উত্তরঃ ফুটপাথের উপরে
৪৭। হাত ব্রেক ব্যবহার করতে হবে
উত্তরঃ গাড়ীকে রাখার (পার্ক করার) সময়
৪৮। দু চাকার গাড়ীতে, দু জনের বেশী ব্যক্তি বহন করা
উত্তরঃ আইন সম্মত নয়
৪৯। কোন হসপিটালের কাছে, সামনের গাড়ীকে অতিক্রম করতে চাইছেন, তখন আপনি
উত্তরঃ হর্ন বাজাবেন না
৫০। অনিবন্ধকৃত গাড়ী, প্রকাশ্য স্থানে ব্যবহৃত হওয়া
উত্তরঃ বেআইনি
৫১। বাণিজ্যিক / পরিবহন গাড়ী চালানোর জন্য অনুজ্ঞা পত্রের (লাইসেন্স) সর্বনিম্ন বয়স
উত্তরঃ ২০ বছর
৫২। সামনের গাড়ী অতিক্রম করার (ওভারটেক) ক্ষেত্রে নিষিদ্ধ
উত্তরঃ সঙ্কীর্ণ সেতু
৫৩। কোন পশুর দায়িত্বে থাকা ব্যক্তির যদি এই আশঙ্কা হয়, যে পশুটি নিয়ন্ত্রনের বাইরে যেতে পারে, সেক্ষেত্রে তিনি গাড়ী থামানোর অনুরোধ করলে
উত্তরঃ চালক গাড়ীটি থামাবেন
৫৪। গাড়ী পার্ক করে রাখার ক্ষেত্রে নিষিদ্ধ
উত্তরঃ ট্রাফিক বাতির কাছে
৫৫। অতিরিক্ত বেগে গাড়ী চালানো
উত্তরঃ ইহা অপরাধ, যার ফলে, গাড়ী চালানোর অনুমতিপত্র সাময়িক বাতিল বা বাতিল হতে পারে
৫৬। যখন একটি স্কুল বাস ছাত্র ওঠানো বা নামানোর জন্য থেমে আছে
উত্তরঃ ধীরগতিতে, সাবধানতার সঙ্গে এগোন কেননা, এই সম্ভাবনা থেকে যায় যে ছাত্ররা হঠাত করে রাস্তা পার হচ্ছে
৫৭। যখন, হাতে সাদা লাঠি নিয়ে, এক অন্ধ ব্যক্তি রাস্তা পার হচ্ছেন
উত্তরঃ গাড়ীর চালক ঐ সাদা লাঠিটিকে, গাড়ী থামানোর জন্য ট্রাফিক সংকেত হিসাবে বিবেচনা করবেন
৫৮। যখন একটি মোটর গাড়ী দূর্ঘটনা গ্রস্থ হয়
উত্তরঃ সবচেয়ে কাছের পুলিশ থানায়, ২৪ ঘন্টার মধ্যে জানাতে হবে
৫৯। যখন দূর্ঘটনার ফলে তৃতীয় পক্ষের সম্পদ ক্ষতিগ্রস্থ হয়
উত্তরঃ চালক সবচেয়ে কাছের পুলিশ থানায়, ২৪ ঘন্টার মধ্যে জানাবেন
৬০। যখন পিছনের গাড়ীটি, সামনের গাড়ীটিকে অতিক্রম (ওভারটেক) করতে শুরু করেছে
উত্তরঃ আমরা অন্য গাড়ীকে অতিক্রম (ওভারটেক) করব না
৬১। সামনের গাড়ীর চালক, পিছনের গাড়ীকে, তাঁর গাড়ীটিকে অতিক্রম করার (ওভারটেক) কোন সংকেত দেননি
উত্তরঃ আমরা সামনের গাড়ীকে অতিক্রম (ওভারটেক) করব না
৬২। যখন অন্য গাড়ী আমাদের গাড়ীকে অতিক্রম (ওভারটেক) করছে
উত্তরঃ আমরা গতি বাড়াবো না
৬৩। বিকল্প গুলির মধ্যে কোথায় গাড়ী রাখা যাবে না
উত্তরঃ হাসপাতালের যাতায়াতের পথে
৬৪। এইসব জায়গায় গাড়ী (পার্ক করা) রাখা নিষিদ্ধ
উত্তরঃ অগ্নি নির্বাপক চাপা কলকে অবরোধ করে
৬৫। মোটর সাইকেলের পিছনের আসনে আরোহী বহন করতে হলে
উত্তরঃ ঐ গাড়ীতে পাদানি, হাত দিয়ে ধরার ব্যবস্থা এবং শাড়ি গার্ড থাকতে হবে
৬৬। জন পরিষেবার গাড়ী চালানোর সময় ধূমপান করলে
উত্তরঃ গাড়ী চালানোর অনুজ্ঞাপত্রের সাময়িক বাতিল হতে পারে
৬৭। প্রকাশ্য স্থানে গাড়ী ফেলে রেখে অন্য গাড়ী অথবা যাত্রীদের অসুবিধা করলে
উত্তরঃ গাড়ী চালানোর লাইসেন্স সাময়িক বাতিল অথবা বাতিল হতে পারে
৬৮। প্রকাশ্য স্থান বা যায়গায়, কোন প্রতিবাদ বা আন্দোলনের প্রতিক স্বরূপ বা যে কোনো ধর্মঘটের জন্য, রাস্তায় গাড়ী ফেলে রেখে জনগণ,যাত্রী, বা ঐ সব স্থানের অন্যান্য ব্যবহারকারীদের বাধা বা অসুবিধা সৃষ্টি করলে
উত্তরঃ গাড়ী চালানোর অনুমতিপত্র (লাইসেন্স) সাময়িক বাতিল অথবা বাতিল হতে পারে
৬৯। পন্যবাহী গাড়ীতে, অতি ভার চাপিয়ে চালালে
উত্তরঃ গাড়ী চালানোর অনুজ্ঞাপত্র (লাইসেন্স) সাময়িক বাতিল বা বাতিল হতে পারে
৭০। যাত্রাপথ ছোট এই অজুহাতে ট্যাক্সি চালক যাত্রী প্রত্যাখ্যান করলে
উত্তরঃ গাড়ী চালানোর অনুজ্ঞাপত্র (লাইসেন্স) সাময়িক বাতিল হতে পারে
৭১। আপনি রাস্তার এমন মোড়ে এলেন, যেখানে সংকেত বাতি বা পুলিশ নেই, তখন আপনি…
উত্তরঃ ঐ মোড়ের দিকে আসছে এই সকল পরিযানকে আপনার ডান দিকে রাস্তা করে দিন এবং প্রয়োজনীয় সংকেত দিয়ে, আপনি সামনে এগোন
৭২। যখন আপনি এমন একটি রাস্তায় মোড়ের দিকে এগোচ্ছেন যেখানে হলুদ সংকেত বাতি মিটমিট করে জ্বলছে, তখন আপনি
উত্তরঃ গাড়ীর গতি কমান এবং গাড়ী নিয়ে এগিয়ে যাওয়া নিরাপদ হবে, এটা নিশ্চিত হলে, কেবলমাত্র তখনই গাড়ী নিয়ে এগোন
৭৩। যেখানে রাস্তা একটানা হলুদ দাগ দ্বারা চিহ্নিত করা আছে সেখানে গাড়ী নিয়ে
উত্তরঃ হলুদ রেখা স্পর্শ বা অতিক্রম করা চলবে না
৭৪। ঢালের রাস্তায় গাড়ী চালালে আপনি
উত্তরঃ পাহাড় বেয়ে উপরের দিকে উঠছে যে সব গাড়ী তাকে অগ্রাধিকার দিন
৭৫। ট্রাকটরের চালক যাঁদের বহন করবেন না
উত্তরঃ চালক ছাড়া অন্য যে কোনো ব্যক্তি
৭৬। যখন শাখা রাস্তা থেকে প্রধান রাস্তায় গাড়ী নিয়ে প্রবেশের সময়, চালক অগ্রাধিকার দেবেন
উত্তরঃ প্রধান রাস্তায় এগিয়ে চলেছে, এরকম সব গাড়ীকে
৭৭। আপনি একটি গাড়ীকে, পিছন থেকে বাঁদিক বরাবর সামনের গাড়ীকে অতিক্রম (ওভারটেক) করতে পাবেন যদি
উত্তরঃ যদি ঐ গাড়ীর চালক, ডান দিকে ঘোরানোর ইচ্ছা প্রকাশ করে, গাড়ীটিকে, রাস্তার মাঝ বরাবর নেয়ার জন্য
৭৮। গাড়ী চালানোর ক্ষেত্রে 'লেজুড় হয়ে' চলার মানে কি?
উত্তরঃ একটি গাড়ীর পিছন দিকে,অত্যন্ত কাছে থেকে, বিপদজনক ভাবে গাড়ী চালানো
৭৯। ক্ষমতাপ্রাপ্ত আধিকারিকরা কোনো গাড়ীকে আটক করতে পারেন যদি
উত্তরঃ যদি গাড়ীটির কোন বৈধ নিবন্ধকরণ অথবা অনুমতি পত্র না থাকে
৮০। যে প্রকারের হর্ন অনুমোদিত
উত্তরঃ বৈদ্যুতিক হর্ন
৮১। যা রাস্তায় উল্টো গিয়ারে গাড়ী চালানো নিষিদ্ধ
উত্তরঃ এক মুখী রাস্তা
৮২। মদ খেয়ে গাড়ী চালানোর সময় চালক ধরা পড়লে যে শাস্তি তাঁর হতে পারে
উত্তরঃ জেল, যার সময় সীমা বেড়ে ছ মাস হতে পারে অথবা ২০০০ টাকা জরিমানা অথবা উভয় শাস্তি
৮৩। আপনার মোটর সাইকেল চালানোর শিক্ষার্থী অনুজ্ঞা পত্র (লার্নার্স লাইসেন্স) আছে
উত্তরঃ আপনি, মোটর সাইকেল চালানোর ক্ষেত্রে, নির্দেশ পাবার জন্য, গাড়ী চালানোর বৈধ অনুজ্ঞা পত্র (লাইসেন্স) প্রাপ্ত কোনো প্রশিক্ষক ছাড়া, অন্য ব্যক্তিকে বহন করতে পারবেন না
৮৪। রাস্তার মোড়ে সংকেত বাতিতে হলুদ আলো থাকলে, ঐ দিকে এগোতে থাকা গাড়ীর চালক
উত্তরঃ গাড়ী চালানো বন্ধ করার জন্য গাড়ীর গতি কমিয়ে দিন
৮৫। সমস্ত মোটর গাড়ীর যার আওতায় অবশ্যই আসা দরকার
উত্তরঃ তৃতীয় পক্ষ বীমা
৮৬। সামনের চলমান গাড়ি থেকে সর্বনিম্ন যে দুরত্ব বজায় রেখে চলতে হবে, তা হল
উত্তরঃ গতি অনুযায়ী নিরাপদ দুরত্ব
৮৭। প্রাতিজনিক (প্রাইভেট) গাড়ীতে যত সংখক যাত্রী বহন অনুমোদিত তা নথিভুক্ত থাকবে
উত্তরঃ নিবন্ধন শংসাপত্রে
৮৮। পিছন থেকে চালিয়ে সামনের গাড়ীকে অতিক্রম করা (ওভারটেক), নিষিদ্ধ
উত্তরঃ যখন খাড়া পাহাড়ি পথে গাড়ী নিয়ে যাওয়া হচ্ছে
৮৯। যদি রাস্তাটি সাদা রঙের বিচ্ছিন্ন রেখা দ্বারা চিহ্নিত থাকে
উত্তরঃ প্রয়োজন বোধে, পথ পরিবর্তন করবেন
৯০। মিটমিট করে জ্বলতে থাকা লাল পরিযান বাতির মানে হচ্ছে
উত্তরঃ গাড়ী থামান এবং নিরাপদ মনে হলে, গাড়ী নিয়ে এগিয়ে চলুন
৯১। রক্ষণাত্মক গাড়ী চালানো' কি?
উত্তরঃ পরিযান বিধি এবং রাস্তায় সংকেত লঙ্ঘিত হবে, ওই আশঙ্কা যখন গাড়ীএ চালক এবং রাস্তার অন্যান্য ব্যবহারকারীরা করছেন, তখন সতর্কতার সঙ্গে গাড়ী চালানো
৯২। থামার রেখা, বলতে কি বোঝায়?
উত্তরঃ রাস্তার সংযোগ স্থল অথবা পদচারীদের পারাপারের জায়গার কাছে, সাদা বা হলুদ রঙের ৫ সেমি চওড়া রেখা
৯৩। যে গাড়ী টানছে এবং যে গাড়ীকে টানা হচ্ছে, তাদের মধ্যে অনুমোদিত সর্বোচ্চ দূরত্ব হল
উত্তরঃ ৫ মিটার
৯৪। মোটর গাড়ী আইন ১৯৮৮ এর ১১২ নং ধারা অনুযায়ী
উত্তরঃ গাড়ীর গতিসীমা ছাড়িয়ে চালানো চলবে না
৯৫। আঁকাবাঁকা ভাবে গাড়ি চালানো
উত্তরঃ সবসময়ই, যে কোন গাড়ীর পক্ষে বিপদজনক
৯৬। আপনি দীর্ঘ পাহাড়ী ঢাল বেয়ে নামার সময়, গাড়ীর গতি নিয়ন্ত্রন করতে আপনার কি করা উচিত হবে?
উত্তরঃ গাড়ি নিম্নগিয়ারে রাখুন
৯৭। যখন আপনি বৃত্তাকার পথে গাড়ী চালাচ্ছেন
উত্তরঃ যে সব পরিযান বৃত্তাকার পথে আছে, তাদের রাস্তার অধিকার আছে
৯৮। গাড়ি চালানোর সময় শিরস্ত্রান পরা অত্যাবশ্যক
উত্তরঃ আপনার ব্যক্তিগত নিরাপত্তার জন্য
৯৯। রাত্রে, আপনি সামনের গাড়ীকে অতিক্রম করছেন, আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে
উত্তরঃ সামনের গাড়িকে ওভারটেক করার আগে, গাড়ির হেড লাইটের আকস্মিক আলোর ঝলক দিন
১০০। হলুদ সংকেত বাতির আকস্মিক ঝলক ব্যবহৃত হয়, যখন
উত্তরঃ আপনি গাড়ীর গতি কমিয়ে দেবেন এবং সতর্ক ভাবে সামনে এগোবেন
১০১। জেব্রা দাগের সামনে পদচারীরা রাস্তা পার হবার জন্য অপেক্ষা করছেন, তাঁরা রাস্তা পার হতে শুরু করেন নি, আপনি কি করবেন?
উত্তরঃ ধৈর্য ধরুন এবং অপেক্ষা করুন
১০২। গাড়ি সাময়িক বিশ্রামে রাখার (পার্ক করা) জন্য আপনাকে অনুমতি দেওয়া আছে
- ফুটপাথের উপরে
- পাহাড়ের শীর্ষে
উত্তরঃ দুটি বিকল্পে্র কোনটাই নয়
১০৩। কুয়াশার পরিবেশে জোড়ালো আলোর রশ্মি
১০৪। যখন একটি মোড়ের দিকে এগোচ্ছেন যেখানে আপনাকে সোজা যেতে হবে
উত্তরঃ মাঝের লেনের কম করে ৫০ মিটার আগে থেকে লেন পরিবর্তন করুন
১০৫। আপনি গাড়ি চালাচ্ছেন পিছন দিক দিয়ে কোন গাড়ী হেড লাইটের আকষ্মিক ঝলক দিয়ে এসে পড়েছে আপনি কি করবেন?
উত্তরঃ যদি নিরাপদ হয়, তবে পিছন থেকে এসে পড়া গাড়ীকে অতিক্রম করতে দিন