গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক কাস্টমার কেয়ার নাম্বারঃ আপনি যদি গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক এর যে কোন কোম্পানির সিম ব্যবহার করতে চান অথবা আপনি কোন না কোন কোম্পানির সিম ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনার প্রয়োজন অনুযায়ী এই সকল সিম কোম্পানির অনলাইন হেল্প সেন্টার বা কল সেন্টারের নাম্বার অবশ্যই আপনার প্রয়োজন হতে পারে, তাহলে অবশ্যই আপনার উপরে উল্লেখিত সিম কোম্পানির কাস্টমার কেয়ার এর ঠিকানা ও অনলাইন হেল্প নাম্বার সংগ্রহে রাখা উচিত ।
কেননা আপনি গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক এর কাস্টমার কেয়ারে কথা বলে খুব সহজেই আপনার যেকোনো সমস্যা সহজে সমাধান করতে পারবেন। গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক এর নতুন কোনো ধরনের অফার থেকে থাকে তাহলে আপনি উপভোগ করতে পারবেন । আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আপনারা গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক এর ঠিকানা ও অনলাইন হেল্প নাম্বার এর যাবতীয় বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
❇️গ্রামীণফোন অনলাইন গ্রাহক সেবা
প্রিয় গ্রাহক আপনারা বিভিন্ন মাধ্যমে গ্রামীণফোন অনলাইন হেল্প সেন্টারে আপনাদের প্রয়োজনীয় বিষয় নিয়ে যোগাযোগ করতে পারেন।যার কয়েকটি মাধ্যম নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
✳️আপনি ১২১ নাম্বারে কল করে প্রোডাক্ট এবং সার্ভিস এর জন্য গ্রাহকসেবা পাবেন, তবে কল করার জন্য প্রতি মিনিটে আপনাকে খরচ করতে হবে ৫০পয়সা।
✳️আপনি ১৫৮ নাম্বারে ফ্রী কল করে অভিযোগ গ্রাহকসেবা পাবেন, যার জন্য কোন টাকা আপনাকে খরচ করতে হবে না।
✳️অনুরোধ ও অভিযোগ, পণ্য-সেবা সংক্রান্ত অনুসন্ধান -এর জন্য ফ্রিতে মেইল করতে পারবেন,
যার এড্রেস নিচে দেওয়া হল- insta.service@grameenphone.com
✳️সম্পূর্ণ ফ্রিতে গ্রামীণফোনের অনলাইন গ্রাহকসেবায় সরাসরি চ্যাটিং করতে পারবেন, তার জন্য নিচের অ্যাড্রেসে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করে তাদের সাথে সরাসরি বালাই চ্যাট করতে পারবেন ।
✳️আপনি অন্যান্য অপারেটর নম্বর থেকে 01711594594 এই নাম্বারে কল করে গ্রামীণফোনের অনলাইন হেল্প সেন্টারে কথা বলতে পারবেন এবং সেখান থেকে যে কোন সার্ভিস আপনি পাবেন।
✳️আপনি চাইলে 20000 এই নাম্বারে কল করে ৫ টাকায় প্রতি মিনিটে খরচ করে গ্রামীনফোন হেল্পলাইনে কথা বলে স্বাস্থ্য সেবা নিতে পারবেন।
✳️গ্রামীণফোনের কাস্টমার কেয়ার সেন্টারের থানা, জেলা সহো ফুল অ্যাড্রেস পেতে (Click Here) এখানে ক্লিক করুন।
❇️টেলিটক অনলাইন গ্রাহক সেবা
প্রিয় গ্রাহক আপনারা বিভিন্ন মাধ্যমে গ্রামীণফোন অনলাইন হেল্প সেন্টারে আপনাদের প্রয়োজনীয় বিষয় নিয়ে যোগাযোগ করতে পারেন।যার কয়েকটি মাধ্যম নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
✳️আপনি টেলিটকের যে কোন সাধারণ তথ্য জানার জন্য কল করুন ১২১ নাম্বারের সম্পূর্ণ ফ্রিতে ।
✳️আপনি টেলিটকের প্রিপেইড/যেকোনো অপারেটর ব্যবহারকারী হন না কেন, আপনি
01500121121-9
এই নাম্বারে কল করে সরাসরি অনলাইন সেবা পেতে পারেন, চার্জ প্রযোজ্য।
✳️আপনি যদি টেলিটকের সাথে কোন ধরনের ব্যবসা সংযোগ হতে চান, তাহলে তাদের ২৬৭ নাম্বারে কল করে বিস্তারিত জানতে বা বলতে পারবেন।
✳️টেলিটক কাস্টমার কেয়ার সেন্টারের থানা, জেলা সহো ফুল অ্যাড্রেস পেতে
(Click Here) এখানে ক্লিক করুন।
❇️বাংলালিংক অনলাইন গ্রাহক সেবা
প্রিয় গ্রাহক আপনারা বিভিন্ন মাধ্যমে গ্রামীণফোন অনলাইন হেল্প সেন্টারে আপনাদের প্রয়োজনীয় বিষয় নিয়ে যোগাযোগ করতে পারেন।যার কয়েকটি মাধ্যম নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
✳️আপনি বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলবেন? বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার ১২১ নাম্বার কল করে সকল সমস্য সমাধান করতে পারবেন।
✳️ বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টারের থানা, জেলা সহো ফুল অ্যাড্রেস পেতে (Click Here) এখানে ক্লিক করুন।
❇️রবি অনলাইন গ্রাহক সেবা
প্রিয় গ্রাহক আপনারা বিভিন্ন মাধ্যমে গ্রামীণফোন অনলাইন হেল্প সেন্টারে আপনাদের প্রয়োজনীয় বিষয় নিয়ে যোগাযোগ করতে পারেন।যার কয়েকটি মাধ্যম নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
✳️আপনি রবি কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলবেন? রবি কাস্টমার কেয়ার নাম্বার ১২১ নাম্বার কল করে সকল সমস্য সমাধান করতে পারবেন।
✳️কোন চার্জ ছাড়ায় রবি নম্বর থেকে ডায়াল করুন ১৫৮ নম্বরে। এটি একটি আইভিআর-ভিত্তিক অনলাইন সার্ভিস)
✳️SMS সার্ভিস - আপনার যেকোন সমস্যার জন্য SMS করুন ৮১২৩ নম্বরে (আপনার ব্যবহার করা রবি নম্বর থেকে) – (প্রতি SMS .৫০ পয়সা + ট্যাক্স প্রযোজ্য)
✳️ডায়াল করুন *১২৩*৮*৫# নম্বরে - ডোর স্টেপ সার্ভিস পেতে।
✳️ইমেইল এর মাধ্যমে যোগাযোগ করুন : - 123@robi.com.bd
✳️রবি কাস্টমার কেয়ার সেন্টারের থানা, জেলা সহো ফুল অ্যাড্রেস পেতে (Click Here) এখানে ক্লিক করুন।
❇️এয়ারটেল অনলাইন গ্রাহক সেবা
প্রিয় গ্রাহক আপনারা বিভিন্ন মাধ্যমে গ্রামীণফোন অনলাইন হেল্প সেন্টারে আপনাদের প্রয়োজনীয় বিষয় নিয়ে যোগাযোগ করতে পারেন।যার কয়েকটি মাধ্যম নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
✳️এয়ারটেলের সকল সার্ভিস এর জন্য অনুরোধ জানাতে বা কথা বলতে ডায়াল করুন ১২১ (এয়ারটেল গ্রাহক) নম্বরে।
✳️আপনি যদি অন্যান্য অপারেটর থেকে যোগাযোগ করতে চান,তাহলে সরাসরি ডায়াল করুন ০১৬৭৮৬০০৭৮৬নম্বরে।
✳️আপনার বিস্তারিত তথ্যসহ ইমেইল করুন doorstep@robi.com.bd এই ঠিকানায়।
✳️এয়ারটেল কাস্টমার কেয়ার সেন্টারের থানা, জেলা সহো ফুল অ্যাড্রেস পেতে (Click Here) এখানে ক্লিক করুন।