মোবাইল ব্যাংকিং এর অন্যতম লেনদেনের মাধ্যম হলো ‘নগদ’ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। এই মোবাইল ব্যাংকিংয়ে চালু আছে ইসলামিক একাউন্ট যার মাধ্যমে আপনি আপনার টাকা সুদবিহীন লেনদেন করতে পারবেন। সুদবিহীন লেনদেন করার জন্যই 'নগদ' মোবাইল একাউন্ট এখন সবার কাছে অত্যন্ত প্রিয়। তুলনামূলক লেনদেন খরচও কম।
নগদ মোবাইল ব্যাংকিং তাদের মোবাইল অ্যাপসে রিসেন্টলি যুক্ত করেছে একটি ইসলামিক কুইজ প্রতিযোগিতা। আপনি যদি নগদ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে নগদ এর এই ইসলামিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে নিতে পারেন ১০০ টাকা পর্যন্ত বোনাস।
🔷নগদ এর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়ার জন্য আপনাকে প্রথমেই গুগল প্লে স্টোর থেকে নগতের মোবাইল অ্যাপস টা ফোনে ইনস্টল করে নিতে হবে, নগদ অ্যাপস ওপেন করার পরে তিনটা ক্যাটাগরি পেয়ে যাবেন-
- প্রথম নাম্বারঃ সার্ভিস
- দ্বিতীয় নম্বরঃ পেমেন্ট
- তৃতীয় নাম্বারঃ আদার্স
🔷ইসলামিক কুইজে অংশগ্রহণ করার আগে তাদের যে শর্ত বলি আছে সেই শর্ত বলি গুলো আপনি প্রথমে ভাল করে পড়ে এবং বুঝে নিবেন, তাহলে কুইজের উত্তর দিতে আপনার জন্য সুবিধা হবে। যেহেতু এটি একটি ইসলামিক কুইজ প্রতিযোগিতা তাই আপনার জন্য খুব একটা কঠিন হবে বলে মনে হয় না, আপনি খুব সহজেই এই কুইজে অংশগ্রহণ করে বিজয়ী হতে পারবেন। উপরের ছবিতে আপনি দেখতে পারবেন - উপরের বাটন ক্লিক করার মাধ্যমে *শর্তাবলি* তে সম্মতি দিচ্ছি। হলুদ রঙের *শর্তাবলি* লেখাটির উপরে ক্লিক করলে তাদের সকল শর্ত বলি আপনি দেখতে পারবেন যার ফলে আপনার কুইজ প্রতিযোগিতা বিস্তারিত নিয়ম কানুন জানতে পারবেন।
আরো পড়ুনঃ কিভাবে মোবাইল ফোন গরম হওয়ার সমস্যা সমাধান করবেন।
নগদ এর ইসলামিক কুইজ অংশগ্রহণ করার পরে আপনার পজিশন কোন অবস্থানে আছেন সেটা দেখার জন্য লিডারবোর্ড চেক করুন, লিডারবোর্ড এর উপর ক্লিক করলেই আপনি আপনার অবস্থান দেখতে পারবেন।
নগতের ইসলামিক কুইজ এর লিডার বোর্ডে প্রতিদিন সর্বোচ্চ স্কোর বিজয় এর ১০০ জনের তালিকা প্রদান করা হয়ে থাকে যার মধ্য থেকে পাঁচজনকে বিজয় হিসেবে নির্বাচন করা হবে এবং তিনি পাবেন ১০০ টাকা বোনাস। আপনি আর দেরী না করে এখনি নগদের ইসলামিক কুইজ এর অংশগ্রহণ করে জিতে নিন ১০০ টাকা পুরস্কার।
❇️নগদ যাকাত ক্যালকুলেটর❇️
নগতের আরো একটি অন্যতম ক্যাটাগরি হলো 'যাকাত ক্যালকুলেটর' যার মাধ্যমে আপনি আপনার সারা বছরের আয়ের এর এবং অর্থের উপরে কি পরিমাণ যাকাত আপনার জন্য ফরজ হয়েছে সেটা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই বের করতে পারবেন। নগদ তাদের মুসলিম কাস্টমারদের জন্য এমন একটি সুবিধা প্রদান করেছে।
আপনি এখান থেকে জানতে পারবেন আপনার ওপরে যাকাত কি পরিমাণ ফরজ হয়েছে।
✳️যাকাত বন্টনের নির্ধারিত খাতঃ যাকাত বন্টনের নির্ধারিত আর্থিক খাতের বিবরণ সেখানে দেওয়া আছে আপনি সুন্দরভাবে সেই আটটি খাতসমূহ দেখে বুঝতে পারবেন যে, আপনার যাকাতের টাকা কাকে কাকে দিতে হবে। এমনকি সেখানে আরও উল্লেখ করা আছে যাকাত আদায় না করার পরিণতি কি হতে পারে, আপনি চাইলে সেখান থেকে দেখে শুনে পরে বিস্তারিত জেনে নিতে পারবেন।
✳️যাকাত ফরজ হওয়ার শর্তঃ যাকাত কার উপর ফরজ হয়েছে সেই শর্তগুলো সেখানে দেওয়া আছে আপনি সেটা দেখে আপনার জন্য ফরজ হয়েছে কিনা সেটা দেখে নিতে পারবেন এবং আরো জেনে নিতে পারবেন নিসাব সম্পর্কে।
সবুজ রঙের উপর সাদা অক্ষরে লেখা 'যাকাত ক্যালকুলেটর' এখন আপনি তার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার পুরো বছরের সম্পত্তির হিসাব অনুযায়ী আপনার উপর কি পরিমান টাকা ফরজ হয়েছে সেটা আপনি দেখে নিতে পারবেন।
আরো পড়ুনঃ ফেসবুক পাসওয়ার্ড চুরি করছে যেসকল মোবাইল অ্যাপ
আপনার পুরো বছরের কি পরিমান সম্পদ আছে সেটার তথ্য এক এক করে খুব সহজেই বের করে নিতে পারবেন।
✳️ক্যাশ অ্যামাউন্ট
- ক্যাশ টাকা
- ব্যাংক একাউন্টে ক্যাশ টাকা
✳️স্বর্ণের সমতুল্য টাকার পরিমান
- স্বর্ণ
- রুপা
✳️ বিনিয়োগের পরিমাণ
- শেয়ার বাজার
- অন্যান্য বিনিয়োগ
✳️সম্পত্তি
- বাসা ভাড়া থেকে প্রাপ্ত আয়
- অন্যান্য সম্পত্তি
✳️ব্যবসা থেকে আয়ের পরিমাণ
- ব্যবসায় জমাকৃত আয়
- ব্যবসায় জমাকৃত পণ্য
✳️অন্যান্য
- পেনশন থেকে প্রাপ্ত আয়
- যে ঋণের টাকা আপনি ফেরত পাবেন
- অন্যান্য মূলধন
✳️কৃষিকাজ
- কৃষিকাজ থেকে প্রাপ্ত আই এর পরিমাণ
✳️দায়
- ক্রেডিট কার্ডের ঋণের পরিমাণ
- গাড়ি ঋণের পরিমাণ
- ব্যবসার জন্য ঋণের পরিমাণ
- পারিবারিক ঋণের পরিমাণ
- অন্যান্য ঋণ
সকল তথ্য দেওয়ার পরে নিচে সবুজ রংয়ের উপরে সাদা রংয়ের লেখা "হিসাব করুন" সেখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার উপর কত টাকা যাকাত ফরজ হয়েছে সেটা চলে আসবে। আপনি এইভাবে খুব সহজে আপনার উপর কি পরিমান যাকাত ফরজ হয়েছে সেটা নির্ণয় করে নিতে পারবেন।
হাই
ReplyDeleteHello
DeleteHello
ReplyDeleteHi Dear
Delete