ফেসবুক পাসওয়ার্ড চুরি করছে যেসকল মোবাইল অ্যাপ - Facebook Password Hacked


প্রিয় পাঠক 'এখন পোষ্ট' ডটকমের আরো একটি ব্লগ পোস্টে আপনাকে জানাই স্বাগতম আশা করি সবাই ভাল আছেনফেসবুক এমন একটি সোশ্যাল মিডিয়া যা সবার কাছে প্রিয়, এমন কোন ব্যক্তি নেই ছোট থেকে বয়স্ক পর্যন্ত যিনি এই ফেসবুক মিডিয়াটি ব্যবহার করেন নাএই ফেসবুক একাউন্ট ফ্রিতে ওপেন করা যায় এবং এই একাউন্টের মাধ্যমে একজন আরেকজনের সাথে কথা বলা থেকে শুরু করে দেশ বিদেশের সকল কিছু জানতে বা জানাতে সাহায্য করে যার ফলে আমাদের জীবনকে অতি সহজ ভাবে চাওয়া এবং জানার একটি অন্যতম মাধ্যম। 

এমনকি ফেসবুকের মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্য অন্য জনের সাথে শেয়ার করতে পারি, সবার একটি করে ফেসবুক অ্যাকাউন্ট থাকে এবং সেটা এমনভাবে সিকিউরিটির মাধ্যমে রাখা হয় যেন অন্য কেউ এই একাউন্ট ওপেন করতে না পারে ফেসবুকের ব্যবস্থাপনার ব্যক্তিবর্গ অনেক পদ্ধতির মাধ্যমে সিকিউরিটির ব্যবস্থা করেছেন তবে সেটা আমরা যদি ভালোভাবে সিকিউরিটি লক করে রাখতে পারি তাহলে আর ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে না 

তার পরেও এমন কিছু হ্যাকার রয়েছে যারা সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্যের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার জন্য অন্যের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার তারা গ্রহণ করছে এবং আমাদের  মোবাইলে অথবা কম্পিউটারে এমন কিছু অ্যাপস সফটওয়্যার ব্যবহার করার প্রলোভন দেখিয়ে বা লোভ দেখিয়ে সেই অ্যাপস বা সফটওয়্যার ব্যবহার করার চেষ্টা করে যাচ্ছে অনেকে হয়তো সেগুলো ব্যবহার করেন এবং যারা বেশি বুদ্ধিমান এবং যারা এ বিষয়ে সতর্ক থাকেন তারা এই ফাঁদে পা দেয় না

আরো পড়ুনঃ মোবাইল ফোন গরম হওয়ার কারন কী? কিভাবে মোবাইল ফোন গরম হওয়ার সমস্যা সমাধান করবেন

হ্যাকারদের কাজ হলো তাদের হ্যাকিং করার অ্যাপস সফটওয়্যার আপনার ফোনে অথবা কম্পিউটারে ইন্সটল করতে বলবে এবং আপনি ইনস্টলেশন করার পরে তাদের প্রোগ্রাম করা সকল প্রোগ্রাম ওপেন হয়ে যাবে যার মাধ্যমে আপনি আপনার ফেসবুকের ইউজারনেম এবং পাসওয়ার্ড হারিয়ে ফেলবেন, এমনকি আপনার ফোনে থাকা সকল গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছে চলে যাবে যার ফলে আপনারা পড়তে পারেন মহা বিপদে 

বর্তমানে আবারও নতুন করে ফিশিং অ্যাটাকের খবর সামনে উঠে এসেছে। বিশেষ কিছু অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে এই সকল ফিশিং অ্যাটাক ফোনে ঢুকছে পড়েছে। এগুলো কেবলমাত্র আপনার ব্যক্তিগত তথ্যই হাতিয়ে নিচ্ছে শুধুমাত্র, এমনটি নয়। একই  সাথে ছিনিয়ে নিচ্ছে আপনার প্রিয় ফেসবুক অ্যাকাউন্টের  ইউজারনেম ও পাসওয়ার্ড। যা পৌঁছে যেতে পারে বিশ্ব বিখ্যাত হ্যাকারদের হাতে। 

সাম্প্রতিক ট্রেন্ড মাইক্রো নামের একটি বিশেষ সাইবার সিকিউরিটি অরগানাইজেশন এসব  অ্যাপস গুলো  সহ সফটওয়্যার এর নাম প্রকাশ্যে এনেছে। যার মধ্যে ৫০ টি ভুয়া ক্রিপ্টো মাইনিং বা বিটকয়েন অ্যাপসহ মোট ২০০ শতাধিক এর বেশি ফেসটেলার স্পােইওয়্যারের খোঁজ পাওয়া গেছে। মূলত এসব অ্যাপ ব্যবহারকারীদের প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ক্রিপ্টোকারেন্সি বা ডলার চুরি করতো নিয়মিত।  অন্যতম ভয়ঙ্কর তথ্য হলো, ইতিমধ্যে কয়েকটি মোবাইল অ্যাপস গুগল প্লে স্টোর থেকে ১.৫ লাক এর বেশি ডাউনলোড করা হয়েছে।

আরো পড়ুনঃ বাসা বাড়ির বিদ্যুৎ বিল হিসাব করুন নিজেই ৷ বিদ্যুৎ বিল হিসাব করার নিয়ম

যার মধ্যে সবচেয়ে বেশি  ব্যবহার করা কয়েকটি মোবাইল অ্যাপের নাম জেনে নেই। যে এপস আপনার মোবাইল ফোনে থাকলে এখনই  আনইন্সটল করে দিন-

✳️ ডেইলি ফিটনেস ও এল : এ এটা একটি ফিটনেস অ্যাপ।  সারাদিন ফিটনেসে  করার জন্য অ্যাপের মধ্যে  আছে ইউটিলিটি ও টুল বিভাগ। 

✳️ পানোরামা ক্যামেরা :  সুন্দর সুন্দর ছবি তোলার জন্য স্মার্টফোন ক্যামেরা  হিসাবে এই অ্যাপ ব্যবহার হয়  থাকে।

✳️ ওয়াম ফটো : এটি মোবাইল ফটো এডিটর। যেকোনো ছবি থেকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ ও ডিএসএলআর মুড  তৈরীর কাজে এই অ্যাপ  ব্যবহার করা হয়।

✳️ এনজয় ফটো এডিটর : এটাও  একটি উন্নত মানের ফটো এডিটর অ্যাপ  হিসেবে ব্যবহার করা হয়।

✳️ ফার্ম ইউর ওউন কয়েন বা ক্রিপ্টো মাইনিং : এটা  একটি  জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি অ্যাপ।

✳️ ফটো গেমিং পাজেল:  এই অ্যাপসটি পাজেল গেম।

আপনার মোবাইল ফোনে  এ সকল অ্যাপ ইনস্টল  থাকলে এখনই রিমুভ করে দিন। ইতিমধ্যে গুগল সবাইকে সতর্ক করেছে এবং পাশাপাশি তাদের  গুগোল প্লে স্টোর থেকেও রিমুভ করে নিয়েছে।  তারপরও থার্ড পার্টি ওয়েবসাইট থেকে এই সকল .apk ফাইলের মাধ্যমে এই মোবাইল অ্যাপস এখনও স্মার্ট ফোনে ইনস্টল  অ্যাক্টিভ করা যায়।

Post a Comment

Do not Share any Link

Previous Post Next Post

Contact Form