বাসা বাড়ির বিদ্যুৎ বিল হিসাব করুন নিজেই ৷ বিদ্যুৎ বিল হিসাব করার নিয়ম ৷ How to Calculating Electricity Bill 2023


প্রিয়ো পাঠক/পাঠিকা, আপনারা সবাই এখন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করছেন। তার মধ্যে অন্যতম হলো বিদ্যুৎ এর ব্যবহার।তবে বিদ্যুৎ এর বিল যদি ধারনার থেকে বেশি আশে তখন আমরা সেটা মেনে নিতে পারি না। তাই আজ আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি একটি সঠিক হিসাব করে আপনার বাসায় কত টাকার বিদ্যুৎ খরচ করেছেন সেটা জানতে পারেন। কিন্তু বিদ্যুৎ বিল হিসাব করার আগে আপনার কিছু জিনিস শিখে রাখতে হবে।

1000W = 1KW

1kwh = 1 Unit (K x W x H= কিলো x ওয়াট x আওয়ার)

1HP = 746 Watt

h = time in hour

kw কে সময় (ঘন্টায়) দিয়ে গুন করতে হবে তাহলে গুন ফর ইউনিট হবে।

Power, P = VIcosϕ (Single phase)

Power, P = √3VIcosϕ (Three phase)

বিদ্যুৎ বিল হিসাব করার নিয়োম

বাসা বাড়ি অথবা অফিসে আমরা যে ধরনের লোড (লোড = লাইট,ফ্যান,টিভি,ফ্রিজ,মোটর ইত্যাদি) ব্যবহার করি। লোড কে আমরা সাধারণত ওয়াট হিসাবে চিনি, যেমন- লাইট ২০ ওয়াট, ফ্যান ৮০ ওয়াট ইত্যাদি। 

বাসা অথবা অফিসে ব্যবহারিত আনুমানিক লোডের হিসাব

★ লাইট সাধারণত = ০৫-১০০ ওয়াট

★ ফ্যান সাধারণত = ৪০-৮০ ওয়াট

★ ল্যাপটপ = ২০-৮০ ওয়াট

★ টেলিভিশন = ১৫-৬০ ওয়াট

★ রেফ্রিজারেটর = ৬০-২২০ ওয়াট

★ আয়রন = ৩০০-১০০০ ওয়াট

★ ডেস্কটপ কম্পিউটার = ৬০-৩০০ ওয়াট

★ এসি = ১০০০-৪০০০ ওয়াট

আরো পড়ুনঃ- বৈদ্যুতিক শকপ্রাপ্ত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য নিম্নলিখিত ব্যবস্থা নিতে হয় 

আরো পড়ুনঃ- নগদ এ চলছে ১০ টাকা লাভের ঘণ্টা - Nagad Recharge Offer

★ মোটর পাম্প =০.৫ থেকে ৩ হর্স পাওয়ার (হর্স=ঘোড়া)

ও ইত্যাদি, আমরা বলছি না যে আপনারা এই সব লোড ব্যবহার করেন বা ব্যবহার করা লাগবে। আমরা এটা দ্বারা আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। নিচ্চয় উপরের লোডের মধ্যে কোন না কোন লোড আপনারা ব্যবহার করে থাকেন এবং সেটার লোড বা ওয়াট কত দেওয়া আছে সেটা আপনাকে জানতে হবে।

লোডের হিসাব 

(আপনি যদি সুত্র ছাড়াই আরো সহজে হিসাব করতে চান তাহলে ৪ লাইন নিচে যান)

★ যদি কোন লোডের গায়ে W লেখা থাকে। যার মান এখানে W = Watt (ওয়াট)

★ যদি কোন লোডের গায়ে 1HP লেখা থাকে তাহলে 1HP = 746 watt, যদি 2HP থাকে তাহলে ২ গুন ৭৪৬ = ১৪৯২ ওয়াট,  হিসাব করে নিতে হবে।

★ W কে KW নিতে হবে অর্থাৎ w কে ১০০০ দিয়ে ভাগ করে কিলোওয়াট নিতে হবে।

★ Kw কে সময় (ঘন্টা) দিয়ে গুন করে ইউনিট বের করতে হবে।

বাসা বাড়ি অথবা অফিসের বিদ্যুৎ বিলের হিসাব (সুত্র জানতে হবে না)

আমরা সবাই জানি বাসা বাড়ির লাইট, টিভি, ফ্রিজ ওয়াট হিসাবে থাকে, আপনি যদি উপরের দেওয়া সুত্র না দেখেন, তাহলে অবশ্যই আপনার বাসার লাইট, টিভি, ফ্রিজের ওয়াট কত সেটা দেখে নেবেন ভালো করে।

উদাহরণ হিসাবে একটি বাসার এক মাসের বিদ্যুৎ বিলের হিসাব দেখাবো। সেখানে এক মাসে কেমন বিল আসতে পারে।

উদাহরণঃ একটি বাসা বাড়িতে 60 watt এর 2 টি ফ্যান দৈনিক 12 ঘন্টা চলে, 32 watt এর 3 টা লাইট দৈনিক 10 ঘন্টা চলে, 50 watt এর একটি ল্যাপটপ দৈনিক 6 ঘন্টা চলে, 200 watt এর একটি ফ্রিজ দৈনিক 18 ঘন্টা চলে,  এবং একটি 1HP পানি তোলার মোটর দৈনিক 2 ঘন্টা চলে। তাহলে আগষ্ট মাসের বিদ্যুৎ বিল কত টাকা হবে যদি প্রতি ইউনিট বিলের দাম 5.5 টাকা হয়।

সমাধান

নিচে দৈনিক হিসাব বের করার পদ্ধতি 

60 watt এর 2 টি ফ্যান দৈনিক 12 ঘন্টা চলে = 60x2x12 =1440W

32 watt এর 3 টা লাইট দৈনিক 10 ঘন্টা চলে = 32x3x10 =960W

50 watt এর 1 টি ল্যাপটপ দৈনিক 6 ঘন্টা চলে= 50x1x6 =300W

200 watt এর 1 টি ফ্রিজ দৈনিক 18 ঘন্টা চলে= 200x1x18 =3600W

1HP (1hp=746) 1 টি পানি তোলার মোটর দৈনিক 2 ঘন্টা চলে= 746x1x2=1492W


তাহলে একদিনে গড়ে যে ওয়াট খরচ হবে= 1440W+960W+300W+3600W+1492W=7,792W

আমরা সকলে জানি ওয়াটকে 1000 দিয়ে ভাগ দিলে কিলো ওয়াট (kw) পাবো।

তাহলে একদিনে যে  কিলোওয়াট খরচ হবে=7792÷1000=7.792kw (কিলোওয়াট)

এখন আমরা পুরো আগষ্ট মাসের মোট খরচ ইউনিট বের করবো।

আগষ্ট মাস 31 দিনে হয় তাহলে আগষ্ট মাসে মোট ইউনিট খরচ= 31x7.792 = 241.552kWh (ইউনিট)

দেওয়া আছে প্রতি ইউনিটের মূল্য 5.5 টাকা করে।

আগষ্ট মাসের বিদ্যুৎ বিল হবে=241.552x5.5=1,328.536 টাকা

বাস্তবিক হিসাব (বিদ্যুৎ অফিস থেকে যেটা করে)

আমরা যে হিসাব টি করলাম এটা হলো বইয়ের হিসাব, এবার যে হিসাব টি দেখবো সেটা হলো বাস্তবিক হিসাব যা বৈদ্যুতিক অফিস থেকে করে।

আমরা বইয়ের হিসাব যেটা করেছি সেটা ঠিক আছে তবে এর সাথে কিছু হিসাব বিদ্যুৎ অফিস থেকে যোগ করে, সেই হিসাবের বিস্তারিত দেখুন।

নেট বিল = এনার্জি বিল + মিটার বিল

এনার্জি বিল = এক মাসে ব্যবহিত ইউনিটের পরিমাণ গুন প্রতি উইনিটের মূল্য

ডেস্কোতে প্রতি ইউনিটের মূল্য নিচে ছবিতে দেওয়া আছে।

উপরের ছবি থেকে আমরা যেটা শিখলাম  

১-৫০ ইউনিট বিদ্যুৎ বিলের দাম ৩.৩৩ টাকা

১-৭৫ ইউনিট বিদ্যুৎ বিলের দাম ৩.৮০ টাকা

৭৬-২০০ ইউনিট বিদ্যুৎ বিলের দাম ৫.১৪ টাকা

তবে আমরা গড়ে হিসাব করে= 241.552x5.5=1,328.536 টাকা পেয়েছি। 

বিদ্যুৎ অফিস থেকে যে টাকা যোগ করে থাকে

সার্ভিস চার্জ =১০ টাকা

ডিমান্ড চার্জ = ১৫ টাকা

ভ্যাট =৫%

মিটার বিল =সার্ভিস চার্জ + ডিমান্ড চার্জ= ১০+১৫= ২৫ টাকা

মোট বিল = (১,৩২৮.৫৩৬ + ২৫)=১,৩৫৩.৫৩৬ টাকা {ভ্যাট ছাড়া}

৫% ভ্যাট=১,৩৫৩.৫৩৬ x   ৫%=৬৭.৬৭৬৮ টাকা

মিটার ভাড়া ১P=৪০ টাকা

তাহলে নেট বিল =১,৩৫৩.৫৩৬ + ৬৭.৬৭৬৮ + ৪০=১,৪৬১.২৩ টাকা

বিশেষ দ্রষ্টব্যঃ বিদ্যুৎ বিল নির্ধারিত সময়ে পরিশোধ না কররে মোট বিলের উপর ৫% অতিরিক্ত মাশুল দিতে হবে।

প্রিয় পাঠক, কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধুদের নিকট৷ ধন্যবাদ সবাইকে। 

Post a Comment

Do not Share any Link

Previous Post Next Post

Contact Form