হাউজ ওয়্যারিংয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - House Wiring MCQ

হাউজ ওয়্যারিংয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ০১ থেকে ৫৯ টা

১। সিলিং রােজ ব্যবহৃত হয় কেন?

উত্তরঃ এটি বিভিন্ন লােড বা যন্ত্রপাতির বিদ্যুৎ সাের্স হিসেবে ব্যবহার করা হয়।

২। কলিং বেলে সিরিজে বাল্ব সংযােগের মূল কারণ কী। 

উত্তরঃ (শব্দ কম/বেশি, () বেলের আয়ু বাড়ানাের জন্য। 

৩। ওয়্যারিং-এ ব্যবহৃত ২টি হ্যান্ড টুলসের নাম লেখ। 

উত্তরঃ ১। নিয়ন টেস্টার, ২। কম্বিনেশন প্লায়ার্স। 

৪। সিলিং রােজের কাজ কী? 

উত্তরঃ হাউজ ওয়্যারিং করার সময় সিলিং রোজকে বিভিন্ন লােড হিসেবে ব্যবহার করা হয়। 

৫। Sm কী? 

উত্তরঃ Multi-wire Sectional conductor. 

৬। ওয়্যারিংয়ের ক্ষেত্রে ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান সর্বনিম্ন কত হওয়া উচিত? 

উত্তরঃ 50M

৭। ওয়্যারিং করার পর বিদ্যুৎ সরবরাহ দেয়ার পূর্বে কীকী টেস্ট করা হয়? অথবা, ইলেকট্রিক্যাল ওয়্যারিং-এর পর কী কী টেস্ট করতে হয়? অথবা, ওয়্যারিং শেষে কী কী পরীক্ষা করা হয়? অথবা, কোনাে বৈদ্যুতিক স্থাপনায় ওয়্যারিং করার পর বিদ্যুৎ সরবরাহ দেয়ার পূৰৈ কী কী টেষ্ট করা হয়। 

উত্তরঃ ১। কন্টিনিউইটি টেস্ট, ২। পােলারিটি টেস্ট, ৩। আর্থ টেস্ট, ৪। ইনসুলেশন টেস্ট, ৫। আর্থ কন্টিনিউইটি কন্ডাক্টরের রেজিস্ট্যান্স টেস্ট। 

৮। ফিশ ওয়্যারের কাজ কী? 

উত্তরঃ ওয়্যারিং করার সময় তার টানার জন্য ব্যবহৃত হয়। 

৯। শিল্পক্ষেত্রে কোন ধরনের ওয়্যারিং করা হয়? 

উত্তরঃ সারফেস কভুইট ওয়্যারিং। 

১০। বর্তমান বাড়িঘরে কোন ওয়্যারিং বেশি ব্যবহৃত হয়?

উত্তরঃ কনসিল্ড কভুইট। 

১১। ওয়্যারিং-এ ব্যবহৃত সর্বনিম্ন তারের সাইজ কী? 

উত্তরঃ স্ট্যান্ডার্ড 3/0.029 অথবা, মেট্রিক স্ট্যান্ডার্ড 1.5।

১১। ইলেকটিকাল ওয়্যারিং বলতে কী বােঝায়? অথবা, ইলেকটিক্যাল ওয়্যারিং বলতে কী বােঝায়? 

উত্তরঃ ব্যবহারকারীর মিটার বাের্ড হতে ব্যবহার করার স্থান বা লােড পর্যন্ত বিদ্যুৎ পরিবহন; ব্যবহার এবং নিয়ন্ত্রণের সুষ্ঠু ও সুশৃঙ্খল ব্যবস্থাকে ইলেকট্রিক্যাল ওয়্যারিং বলে।। 

১৩। ক্লিট ওয়্যারিং-এর দুটি সুবিধা লেখ। 

উত্তরঃ ১। খরচ কম ও ২। কাজ করা সহজ। 

১৪। শর্টসার্কিট বলতে কী বুঝায়?

উত্তরঃ শার্টসার্কিট বলতে কোনাে বৈদ্যুতিক সার্কিটের দুটি লােডের মধ্যে অস্বাভাবিক সংযােগকে বুঝায়, যখন দুটি লােডের মধ্যে ভােল্টেজের পার্থক্য থাকে। 

১৫। হাউজ ওয়্যারিং প্রধানত কত প্রকার ও কী কী? . 

উত্তরঃ হাউজ ওয়্যারিং প্রধানত দুই প্রকার, যথা- 1। সারফেস ওয়্যারিং; 2। কনসিল্ড ওয়্যারিং। 

১৬। ফিশ ওয়্যার বলতে কী বুঝ? 

উত্তরঃ কনসিল্ড ও সারফেস কন্ডুইট ওয়্যারিং করতে দেয়ালে বা ছাদে পাইপ বসানাের সময় যে ওয়্যারিং করা হয়, তাকে ফিশ ওয়্যারিং বলে। 

১৭। MDB-এর পূর্ণরূপ লেখ ।

উত্তরঃ মেইন ডিস্ট্রিবিউশন বাের্ড।

১৮। ওয়্যারিং কয় প্রকার ও কী কী? 

উত্তরঃ হাউজ ওয়্যারিং তিন প্রকার ১। ব্যাটন ওয়্যারিং, ২। চ্যানেল ওয়্যারিং, ৩। কন্ডুইট ওয়্যারিং : সারফেস কন্ডুইট, কনসিন্ড কন্ডুইট। 

১৯। রিডিং রুম আলােকিত করার জন্য কয় ওয়াটের বাল্ব ব্যবহার করা হয়? 

উত্তরঃ 100W এবং 60W. (100 - 200Ln/m2) 

২০। টেস্টারের কাজ কী? 

উত্তরঃ কোনাে লাইনে বা তারে সাপ্লাই আছে কি না দেখা। 

২১। ওয়ার্কশপে কোন ধরনের ওয়্যারিং ব্যবহার করা হয়? 

উত্তরঃ সারফেস কভুইট ওয়্যারিং। 

২২। নিয়ন টেস্টার কেন ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত হয়?

উত্তরঃ বৈদ্যুতিক কাজ করার সময় কোনাে লাইনের ফেজ তার শনাক্ত করার জন্য নিয়ন টেস্টার ব্যবহার করা হয়। 

২৩। বাংলাদেশের আবহাওয়ায় আন্ডার-গ্লাস্টার ওয়্যারিং অসুবিধাজনক কেন

উত্তরঃ আর্দ্র আবহাওয়ায় দেয়াল ভিজে তার নষ্ট হয়ে যায়। 

২৪। ট্রাংকিং ওয়্যারিং সাধারণত কয় মিটার লম্বা হয়?

উত্তরঃ ট্রাংকিং ওয়ারিং ৩ হতে ৪ মিটার লম্বা হয়। 

২৫। ফিশ ওয়্যার কেন ব্যবহৃত হয়? 

উত্তরঃ ওয়্যারিং করার সময় তার টানার জন্য ব্যবহৃত হয়। 

২৬। সার্ভিস মেইন কী? 

উত্তরঃ সার্ভিস পােল থেকে গ্রাহকের মিটার পর্যন্ত লাইনকে সার্ভিস মেইন বলে। 

২৭। বর্তমানে ব্যাটেন ওয়্যারিং-এর বিকল্প নাম কী? 

উত্তরঃ চ্যানেল ওয়্যারিং। 

২৮। ওয়্যারিং কাকে বলে? 

উত্তরঃ বিদ্যুৎ সরবরাহ দেয়ার উদ্দেশ্যে তারের সুশৃঙ্খল সাজানাে ব্যবস্থাকে ওয়্যারিং বলে। 

২৯। ওয়্যারিং কত প্রকার ও কী কী?

উত্তরঃ ওয়্যারিং প্রধানত ৩ প্রকার। যথা- (১) অভ্যন্তরীণ ওয়্যারিং, (২) ওভারহেড ওয়্যারিং এবং (৩) আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং। 

৩০। হাউজ ওয়্যারিং কাকে বলে? 

উত্তরঃ বাড়ি-ঘর, কলকারখানা, অফিস-আদালত প্রভৃতি ছাদবিশিষ্ট জায়গার ভিতরে যে ওয়্যারিং করা হয় তাকে হাউজ ওয়্যারিং বলে।

আরো পড়ুনঃ ওয়্যারিংয়ের পরিকল্পনা ও লে-আউটের প্রয়ােজনীয়তা কী? । বাড়ির লে-আউট প্ল্যানের কানেকশন ডায়াগ্রাম দেখে ওয়্যারিং করার পদ্ধতি 

৩১। আবাসিক বাড়ি-ঘরে ব্যবহৃত ওয়্যারিং কোনটি? 

উত্তরঃ আবাসিক বাড়িঘরে সাধারণত ব্যাটেন ওয়্যারিং ব্যবহৃত হয়। তবে বর্তমানে অধিকাংশ দালান-কোঠায় কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং ব্যবহৃত হচ্ছে। 

৩২। কন্ডুইট ওয়্যারিং কাকে বলে? 

উত্তরঃ লােহা, ইস্পাত বা পিভিসি কন্ডুইট ব্যবহার করে যে ওয়্যারিং করা হয় তাকে কন্ডুইট ওয়্যারিং বলে।

৩৩। সিনেমা হল ও অফিস-আদালতে কোন ধরনের ওয়্যারিং ব্যবহৃত হয়? 

উত্তরঃ সিনেমা হল ও অডিটোরিয়ামে কনসিল্ড কন্ডুইট এবং অফিস-আদালতে ব্যাটেন এবং কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং ব্যবহৃত হয়। 

৩৪। সার্ভিস মেইন কী? 

উত্তরঃ বিতরণ লাইনের তার বা ক্যাবল থেকে যে তার বা ক্যাবলের মাধ্যমে গ্রাহকের বাড়িতে সরবরাহ দেয়া হয়, তাকে সার্ভিস মেইন বলে।। 

৩৫। ফাইনাল সাব-সার্কিট কী? 

উত্তরঃ এক বা একাধিক পয়েন্টে কারেন্ট সাপ্লাই দেয়ার জন্য সাব-ডিস্ট্রিবিউশন বাের্ড বা ফিউজ বাের্ডের এক এক ওয়েতে যে সার্কিটের কানেকশন হয়, তাকে ফাইনাল সাব-সার্কিট বলে। 

৩৬। লে-আউট কী?

উত্তরঃ ওয়্যারিং কার্য সুষ্ঠভাবে সম্পাদন করণের লক্ষ্যে বৈদ্যুতিক সাজ-সরঞ্জাম বা আসবাবপত্রের সুষ্ঠ বিন্যাসকৃত যে নকশা তৈরি করা হয়, তাকে ওয়্যারিংয়ের লে-আউট বলা হয়।

৩৭। হাউজ ওয়্যারিংয়ে সাধারণত কত সাইজের সুইচ বাের্ড ব্যবহৃত হয় ? 

উত্তরঃ 3" x 3", 4" x 4", 4" x 6, 5" x 7" এবং ৪" x 10"। 

৩৮। কনসিন্ড কন্ডুইট ওয়্যারিং কাকে বলে? 

উত্তরঃ যে কন্ডুইট ওয়্যারিংয়ে কন্ডুইটকে দেয়ালের ভেতর দিয়ে নিয়ে ওয়্যারিং করা হয়, তাকে কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং বলে। 

৩৯। সিলিং ফ্যান কী? 

উত্তরঃ সিলিং ফ্যান একটি সিংগেল ফেজ ইন্ডাকশন মােটর যার শ্যাফেটর সাথে ব্লেড বা পাখা লাগানাে থাকে। ছাদ বা সিলিং হতে এ ফ্যান ঝুলানাে হয় বলে একে সিলিং ফ্যান বলা হয়। 

১. সাধারণত কত মানের ফ্যান ক্যাপাসিটর ব্যবহার করা হয়? 

উত্তরঃ সাধারণত 2.2, 2.5 এবং 3.5 মাইক্রোফ্যারাড মানের ফ্যান ক্যাপাসিটর ব্যবহার করা হয়। 

৪১। লাইটিং লােড হিসেবে বিবেচ্য বৈদ্যুতিক যন্ত্রপাতি কী কী? 

উত্তরঃ বৈদ্যুতিক বাতি, পাখা এবং 2 - পিন সকেট পয়েন্টকে লাইটিং লােড হিসেবে বিবেচনা করা হয়। 

৪২। ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প, টিউব লাইট, পাখা ও 2- পিন সকেটের পাওয়ার কত ধরা হয়? 

উত্তরঃ ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প 60w, টিউব লাইট 40w, সিলিং ফ্যান 60w এবং 2 – পিন সকেট 60w /100w. 

৪৩। বাথ রুমে সকেট আউটলেট কোথায় বসাতে হয়? 

উত্তরঃ 1.3 মিটার বা তার চেয়ে বেশি উচ্চতায়। 

৪৪। মেইন সুইচ সাধারণত কত ভােল্টের হয়?

উত্তরঃ 250V এবং 400V. 

৪৫। ওয়ার্কসপ ও মিল-ফ্যাক্টরীতে কোন ধরনের ওয়্যারিং ব্যবহৃত হয় এবং কেন?

উত্তরঃ ওয়ার্কাপ ও মিল ফ্যাক্টরীতে সাধারণত কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং ব্যবহৃত হয়। কারণ এ সমস্ত জায়গায় ওয়্যারিংয়ের | তারে আঘাত বা আগুন লাগার সম্ভাবনা থাকে। 

৪৬। কন্ডুইটের ভিতর দিয়ে তার টানার পদ্ধতি লেখ। 

উত্তরঃ প্রথমে কভুইটের ভিতর দিয়ে জি.আই তার বা ড্র-ইন তার ঢুকিয়ে অন্য পাশ দিয়ে বের করতে হয়। ড্র-ইন তারের অপর মাথায় তার বা ক্যাবল বেঁধে দিয়ে টেনে আনতে হয়। ড্র-ইন বা জি.আই.তারে ক্যাবল বাঁধার সময় তারের মাথার (7.5 সে.মি.) ইনস্যুলেশন পরিষ্কার করে সবগুলাের মাথা রিং-এর মতাে করে ড্র-ইন তারের সাথে শক্ত করে বাঁধতে হবে। তার টানার সময় লক্ষ্য রাখতে হবে যেন কন্ডুইটের ভিতর তার পাক না খায়। 

৪৭। কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং ব্যয়বহুল হওয়া সত্ত্বেও বেশি ব্যবহৃত হয় কেন? 

উত্তরঃ কারণ এটি সহজে নষ্ট হয় না, রক্ষণাবেক্ষণের ঝামেলা কম, ক্যাবলে আঘাত লাগার সম্ভাবনা নেই। এছাড়া ফল্ট ক্যাবল পরিবর্তন করাও সহজ। 

৪৮। ব্যাটেন ওয়্যারিংয়ের সুবিধা কী? 

উত্তরঃ খরচ কম, ওয়্যারিং করা সহজ, ত্রুটি নির্ধারণ ও মেরামত সহজ। 

৪৯। ব্যাটেন ওয়্যারিংয়ের অসুবিধা কী?

উত্তরঃ যান্ত্রিক আঘাত সহ্য করতে পারে না, দীর্ঘস্থায়ী হয় না, ঘরের সৌন্দর্য নষ্ট হয়। 

৫০। মেশিন সপে সাধারণত সারফেস কন্ডুইট  ওয়্যারিং ব্যবহৃত হয় কেন?

উত্তরঃ কনসিল্ড ওয়্যারিংয়ের তুলনায় খরচ কম, ত্রুটি নির্ণয় ও মেরামত তুলনামূলকভাবে সহজ, যান্ত্রিক আঘাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, আগুন লাগার সম্ভাবনা কম। আর্দ্রতাজনিত ক্ষতি হতে রক্ষা পায়। 

৫১। সিলিং ফ্যানে ক্যাপাসিটরের কাজ কী? 

উত্তরঃ সিলিং ফ্যানে ক্যাপাসিটরের কাজ হলে স্টার্টিং টর্ক উৎপন্ন করে মােটরকে একই দিকে সুষম গতিতে ঘুরানাে। 

৫২। লাইটি সার্কিটে কত ওয়াট বা কত অ্যাম্পিয়ার লােডের জন্য একটি সাব-সার্কিট ধরা হয়? 

উত্তরঃ প্রতি 800w বা 5A বা 10 টি পয়েন্টের জন্য একটি সাব-সার্কিট বিবেচনা করা হয়।।

৫৩। পাওয়ার সার্কিটে কত ওয়াট বা কত অ্যাম্পিয়ার লােডের জন্য একটি সাব-সার্কিট ধরা হয়? 

উত্তরঃ প্রতি 3000w বা 15A বা দু'টি পয়েন্টের জন্য একটি সাব-সার্কিট বিবেচনা করা হয়। 

৫৪। হাউজ ওয়্যারিংয়ে পাওয়ার লােডের অন্তর্ভুক্ত যন্ত্রপাতি কী কী? 

উত্তরঃ হিটার, ইলেকট্রিক কুকার, ইলেকট্রিক ওভেন, ওয়াশিং মেশিন, ওয়াটার কুলার, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ইত্যাদি। 

৫৫। ডিস্ট্রিবিউশন বাের্ডের সাইজ কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়? 

উত্তরঃ ডিস্ট্রিবিউশন বাের্ডের সাইজ নির্ধারণে সাব-সার্কিটের সংখ্যা ও কারেন্ট রেটিং বিবেচনা করা হয়। 

৫৬। সাব-মেইন ওয়্যারিং কাকে বলে? 

উত্তরঃ যদি ডিস্ট্রিবিউশন বাের্ডের পরে সাব-ডিস্ট্রিবিউশন বাের্ড ব্যবহার করা হয়, তবে ডিস্ট্রিবিউশন বাের্ড হতে সাব ডিস্ট্রিবিউশন বাের্ড পর্যন্ত ওয়্যারিংকে সাব-মেইন ওয়্যারিং বলা হয়। 

৫৭। ডিস্ট্রিবিউশন বাের্ড কী? 

উত্তরঃ মিটার বাের্ড হতে গ্রাহকের মেইন সুইচ পর্যন্ত দূরত্বকে ডিস্ট্রিবিউশন বাের্ড বলা হয়। 

৫৮। স্থাপনার প্রকার অনুযায়ী ওয়্যারিং কত প্রকার? 

উত্তরঃ তিন প্রকার। 

৫৯। কেসি বা কেজি ওয়্যারিং কী? 

উত্তরঃ খাজের ভিতর তার রেখা যে ওয়্যারিং করা হয়, তাকে কেসিং বা কেজিং ওয়্যারিং বলে।

আরো পড়ুনঃ বাসা বাড়ির বিদ্যুৎ বিল হিসাব করুন নিজেই ৷ বিদ্যুৎ বিল হিসাব করার নিয়ম

Post a Comment

Do not Share any Link

Previous Post Next Post

Contact Form