হাউজ ওয়্যারিং কী? হাউজ ওয়্যারিং কত প্রকার ও কী কী বিস্তিরিত আলোচনা ৷ বৈদ্যুতিক ওয়্যারিং কী? Electrical House Wiring

বৈদ্যুতিক ওয়্যারিং তথা হাউজ ওয়্যারিং (House Wiring)

বিদ্যুৎ সরবরাহ দেয়ার উদ্দেশ্যে তারের সুশৃঙ্খল সাজানাে ব্যবস্থাই হলো ওয়্যারিং। কাজের ধরন, জায়গা আর খরচ বুঝে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ওয়্যারিং ব্যবহার করা হয়। 

✳️বৈদ্যুতিক ওয়্যারিংকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা-

  1. অভ্যন্তরীণ ওয়্যারিং বা হাউজ ওয়্যারিং (Internal Wiring or House Wiring) 
  2. ওভারহেড ওয়্যারিং (Overhead Wiring) 
  3. আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং (Underground Wiring) কন্ডুইট

ওভারহেড আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং ঘরের বাইরে খােলা জায়গায় উচ্চ ভােল্টেজ সরবরাহের জন্য ব্যবহার করা হয়। আর বাড়ি-ঘর, কল-কারখানা, অফিস-আদালত প্রভৃতি ছাদবিশিষ্ট জায়গার ভেতরে যে ওয়্যারিং করা হয় তাকে অভ্যন্তরীণ বা হাউজ ওয়্যারিং বলে। সব ধরনের অভ্যন্তরীণ ওয়্যারিংয়েই ইনস্যুলেট করা তার ব্যবহার করা হয়। শুধু তারের গঠন কিংবা দেয়াল বা ছাদের সাথে এদের এঁটে রাখার তারতম্য অনুসারেই ওয়্যারিংয়ের নামকরণ বিভিন্ন রকম হয়েছে। যেমন

ওয়্যারিং কাজে কাঠ বা পি.ভি.সি ব্যাটেন ব্যবহার করা হলে তাকে বলে ব্যাটেন ওয়্যারিং, কন্ডুইট ব্যবহার করা হলে বলা হয় কভুইট ওয়্যারিং। আবার কন্ডুইট দেয়ালের ভেতরে থাকলে বলা হয় কনসিল্ড  কন্ডুইট এবং বাইরে থাকলে বলা হয় সারফেস কন্ডুইট এছাড়াও আরাে কয়েক রকম ওয়্যারিং আছে, যেমন

  • ক্লিট ওয়্যারিং
  • কেসিং ওয়্যারিং
  • এম.এস, ওয়্যারিং ইত্যাদি। 

সাধারণ অর্থে ওয়্যারিং হলাে তারের সুশৃঙ্খল সাজানাে ব্যবস্থা। বৈদ্যুতিক লােডসমূহ যেমন- বৈদ্যুতিক পাখা, বাতি, মােটর ইত্যাদিতে বিদ্যুৎ সরবরাহ দেয়ার উদ্দেশ্যে বৈদ্যুতিক সরঞ্জামসমূহ যেমন- সুইচ, হােল্ডার, তার ইত্যাদির মাধ্যমে যে সুশৃঙ্খলা বৈদ্যুতিক ব্যবস্থা গ্রহণ করা হয়, তাকে বৈদ্যুতিক ওয়্যারিং বা ওয়্যারিং বলে। বৈদ্যুতিক ওয়্যারিং বা তারের সংযােগসহকারে। বিদ্যুৎ শক্তি সরবরাহ করা হয়।

বৈদ্যুতিক ওয়্যারিংয়ের প্রকারভেদ

✳️ বৈদ্যুতিক ওয়্যারিংয়ের প্রকারভেদ বৈদ্যুতিক ওয়্যারিং প্রধানত তিন প্রকার। যথা

  1. অভ্যন্তরীণ ওয়্যারিং (Internal Wiring) বা হাউজ ওয়্যারিং (House Wiring) 
  2. ওভারহেড ওয়্যারিং (Overhead wiring) 
  3. আন্ডারগ্রাউণ্ড ওয়্যারিং (Underground wiring) 

() হাউজ ওয়্যারিং (House Wiring):-বাড়ি-ঘর, কল-কারখানা, অফিস-আদালত প্রভৃতি ছাদবিশিষ্ট জায়গার ভেতর যে ওয়্যারিং করা হয়, তাকে হাউজ ওয়্যারিং বলে। এক্ষেত্রে সুইচ, হােল্ডার তার ইত্যাদির মাধ্যমে যে সুশৃঙ্খল বৈদ্যুতিক ব্যবস্থাnগ্রহণ করা হয় তা ঘরের অভ্যন্তরে করা হয় বলে একে অভ্যন্তরীণ ওয়্যারিং বলা হয়। 

➡️হাউজ ওয়্যারিং প্রধানত দু'প্রকার। যথা-

  • সারফেস ওয়্যারিং (Surface Wiring).
  • কনসিল্ড ওয়্যারিং (Concealed Wiring).

() সারফেস ওয়্যারিংঃ- যে ওয়্যারিং দেয়ালের সারফেস দিয়ে নেয়া হয় অর্থাৎ যে ওয়্যারিং দেখা যায় তাকে সারফেস ওয়্যারিং বলে। 


➡️সারফেস ওয়্যারিং আবার পাঁচ প্রকার। যথা- 

  1. ব্যাটেন ওয়্যারিং (Batten Wiring) 
  2. কভুইট ওয়্যারিং (Conduit Wiring) 
  3. ক্লিট ওয়্যারিং (Cleat Wiring) 
  4. কেসিং ওয়্যারিং (Casing Wiring) 
  5. এম.এস ওয়্যারিং (M.S. Wiring) 

(কনসিল্ড ওয়্যারিংঃ- দেয়ালের মধ্যে খাজ বা চ্যানেল (Channel) কেটে গ্যালভানাইজ করা লােহা বা ইস্পাতের অথবা পি.ভি.সি কভুইট বা পাইপ বসিয়ে এর ভেতর দিয়ে তার টেনে অথবা উন্নতমানের পি.ভি.সি. তার সরাসরি চ্যানেলের মধ্যে বসিয়ে প্লাস্টার দ্বারা ঢেকে দিয়ে যে ওয়্যারিং করা হয়, তাকে কসিল্ড ওয়্যারিং বা লুকানাে ওয়্যারিং বলে। 

কনসিল্ড ওয়্যারিং দুপ্রকার। যথা

  1. কসিন্ড কভুইট ওয়্যারিং (Concealed Conduit wiring) 
  2. কসিন্ড ওয়্যার ওয়্যারিং (Concealed Wire Wiring) বা প্লাস্টারের নিমজ্জিত ওয়্যারিং (Under Plaster wiring)
লেখক:- মোঃ জাকির হোসেন (ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও "ক, খ, গ" লাইসেন্স প্রাপ্ত সুপারভাইজার)

Post a Comment

Do not Share any Link

Previous Post Next Post

Contact Form