ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২৩ ৷৷ BRTA Driving License Exam Questions Answers 2023

চালকের দায়িত্ব ও কর্তব্য

১। চলন্তরত অবস্থায় ইঞ্জিন ওভারহিট হলে কী করনীয় ? 

উত্তরঃ (ক) গাড়ি চালিয়ে যেতে হবে।

         ✅(খ) গাড়ি পার্ক করে ইঞ্জিন অফ করে ঠান্ডা করতে হবে 

         (গ) গাড়ি ব্রেক করতে হবে 

         (ঘ) আস্তে আস্তে এগিয়ে যেতে হবে

২। ইঞ্জিন ওয়েলের মেয়াদ শেষ হলে আর কী কী পরিবর্তন অবশ্যই দরকার? 

উত্তরঃ (ক) এয়ার ফিল্টার

         (খ) ইঞ্জিন ওয়েল ফিল্টার 

         (গ) গিয়ার ওয়েল ফিল্টার 

         (ঘ) ফুয়েল ফিল্টার

৩। ইঞ্জিনের মবিল কত কিলোমিটার চালানাের পর বদলানো উচিত ? 

উত্তরঃ (ক) ২,৫০০ কিঃ মিঃ

         (খ) ৪,০০০ কিঃ মিঃ 

         (গ) ৮,০০০ কিঃ মিঃ 

         (ঘ) প্রস্তুতকারক প্রদত্ত ম্যানুয়াল/কিলােমিটার চলার পর/হ্যান্ডবুক মােতাবেক নির্দিষ্ট মাইল

৪। গাড়িতে ব্যবহৃত ব্যাটারির ইলেট্রোলাইডের লেভেল কমে গেলে নিচের কোনটা ব্যবহার করতে হবে ? 

উত্তরঃ (ক) নদীর পানি

         (খ) মিনারেল ওয়াটার 

         (গ) ডিস্টিল্ড ওয়াটার 

         (ঘ) সাগরের পানি

৫। হেড লাইট না জ্বললে সবার আগে কী চেক করতে হয় ? 

উত্তরঃ (ক) নির্ধারিত ফিউজ

         (খ) নির্ধারিত লাইন 

         (গ) ইঞ্জিন ওয়েল 

         (ঘ) সুইচ


৬। টায়ার বাষ্ট হলে (আল্লাহ না করুক) গাড়ি নিয়ন্ত্রন রাখার জন্য

উত্তরঃ (ক) তাৎক্ষনিকভাবে ব্রেক প্রয়ােগ করুন

         (খ) এক্সিলেটর ছেড়ে দিয়ে গাড়ি থামা পর্যন্ত হ্যান্ডেল/ষ্টিয়ারিং ধরে রাখা 

         (গ) গিয়ার নিরপেক্ষ অবস্থানে রাখুন। 

         (ঘ) গাড়ি রোডের সাইটে নেওয়ার চেষ্টা করুন

৭। লুব ওয়েল কোথায় দিতে হয়? 

উত্তরঃ (ক) হেড কভারে

         (খ) ব্যাক কভারে। 

         (গ) জয়েন্ট পাটর্স 

         (ঘ) ফুয়েল গেজে

৮। ডিসটিল্ড ওয়াটার কোথায় ঢালতে হয়? 

উত্তরঃ (ক) কার্বুরেটরে

         (খ) রেডিয়েটারে

         (গ) ব্যাটারিতে 

         (ঘ) ইয়ার ক্লিনারে

৯। গাড়ির গিয়ার পরিবর্তনের সময় অবশ্যই

উত্তরঃ (ক) ব্রেক পেডেল চাপ দিতে হবে

         (গ) এক্সিলেটর পেডেল চাপ দিতে হবে

         (খ) ক্লাচ পেডেল চাপ দিতে হবে 

         (ঘ) গাড়ির গতি কমাতে হবে

সহজ শর্তে অটোমোবাইলের প্রক্রিয়া

১। কুলিং ফ্যানের কাজ কী ? 

উত্তরঃ (ক) রেডিয়েটরের পানিকে ঠাণ্ডা করা

         (খ) ইঞ্জিন অয়েলকে ঠাণ্ডা করা 

         (গ) ব্রেক অয়েলকে ঠাণ্ডা করা 

         (ঘ) ব্যাটারীকে ঠাণ্ডা করা

২। টেম্পারেচার মিটারে ইঞ্জিনের কী নির্দেশ করে ? 

     উত্তরঃ (ক) ইঞ্জিনের কার্যকরী তাপমাত্রা

              (খ) গিয়ার বক্সের কার্যকারী তাপমাত্রা 

              (গ) রেডিয়েটরের কর্যকরী তাপমাত্রা 

              (ঘ) গাড়ির কার্যকারী তাপমাত্রা

৩। গাড়ি স্টার্ট না হওয়ার কারন কী ? 

উত্তরঃ  (ক) গাড়িতে ব্রেক ওয়েল না থাকলে

         (খ) গিয়ার ওয়েল না থাকলে

         (গ) প্রয়ােজনীয় জ্বালানী না থাকলে 

         (ঘ) ক্ল্যাস ওয়েল না থাকলে

৪। ব্রেক মাস্টার সিলিন্ডারের মধ্যে ওয়েল কম থাকলে কী ঘটতে পারে ? 

উত্তরঃ (ক) ব্রেক ফেল

         (খ) ইঞ্জিন ওভারহিট 

         (গ) কালাে ধােয়া। 

         (ঘ) বিকট আওয়াজ

৫। ক্লাচের কাজ কি?

উত্তরঃ (ক) গাড়ির গতি কম ও বেশী করা

         (খ) ইঞ্জিন এবং গিয়ার বক্সের কানেক্ট করা ও বিচ্ছিন্ন করা 

         (গ) গাড়িকে নিউট্রাল করা। 

         (ঘ) উপরের সবগুলি

৬। ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণ

উত্তরঃ (ক) কুলিং ফ্যান কাজ না করলে

         (খ) রেডিয়টরে পানি এবং মবিল কম থাকলে বা না থাকলে

         (গ) উপরের সবগুলি

৭। এয়ার ক্লিনারের কাজ

উত্তরঃ (ক) ইঞ্জিনকে ঠাণ্ডা করা

         (খ) বাতাস ও পেট্রোল এর মিশ্রণ তৈরী করা

         (গ) বাতাস পরিষ্কার করা 

         (ঘ) ইঞ্জিন চালু করতে সহায়তা করা

৮। টায়ার অতিরিক্ত ক্ষয় হয় কেন ? 

উত্তরঃ (ক) চাকার এলাইনমেন্ট সঠিক না থাকিলে

         (খ) চাকার হাওয়া পরিমনের থেকে কম বা বেশী থাকিলে 

         (গ) অতিরিক্ত মালামাল বহন করিলে 

         (ঘ) উপরের সবগুলাে

৯। মবিলের কাজ কি ? 

উত্তরঃ (ক) ইঞ্জিনের ঘূর্ণয়ামান যন্ত্রাংশকে পিচ্ছিল করা

         (খ) ঘূর্ণমান যন্ত্রাংশের ক্ষয়রােধ করে 

         (গ) ইঞ্জিন আংশিক ঠাণ্ডা রাখে 

         (ঘ) উপরের সবগুলাে

১০। পেট্রোল ইঞ্জিনের প্রতিটা সিলিন্ডারের জন্য কয়টি স্পার্ক প্লাগ থাকে ? 

উত্তরঃ (ক) ১টি

         (খ) ২টি 

         (গ) ৩টি

         (ঘ) ৪টি

১১। সাইলেন্সারের কাজ কি? 

উত্তরঃ (ক) শব্দকে নিয়ন্ত্রণ করা

         (খ) ধোঁয়া নির্গমন করা 

         (গ) বায়ু দূষণমুক্ত করা 

         (ঘ) ইঞ্জিনের গরম বাতাস বের করে

১২। ইঞ্জিনে কুলিং সিষ্টেমে নিচের কোনটা ব্যবহৃত হয়? 

উত্তরঃ (ক) তৈল

         (খ) গ্যাস

         (গ) পানি 

         (ঘ) ডিজেল

১৩। গিয়ার স্লিপ করার কারণ কি?

উত্তরঃ (ক) গিয়ারের দাঁত ভাঙ্গা থাকিলে ।

         (খ) ক্লাচ প্লেট ঠিক সময় কাজ না করলে 

         (গ) গিয়ার ভালাে ভাবে সংযােগ না হলে 

         (ঘ) উপরের সবগুলাে

১৪। ফুয়েল সরবরাহ লাইনে বাতাস প্রবেশের ফলে ফুয়েল সরবরাহ বন্ধ হওয়াকে কি বলে? 

উত্তরঃ (ক) এয়ার লক।

         (খ) ডেপার লক 

         (গ) অটো লক 

         (ঘ) এন্টি লক

১৫। স্পার্ক প্লাগ কোথায় থাকে? 

উত্তরঃ (ক) ডিজেল ইঞ্জিনের ব্লকে

         (খ) পেট্রোল ইঞ্জিন সিলিন্ডার হেডে 

         (গ) কার্বুরেটরের ভেতরে 

         (ঘ) ডিস্ট্রিবিউটরের মধ্যে

১৬। ফুয়েল ও বাতাসকে নিচের কোনটি মিশ্রিন করে ইঞ্জিনের মধ্যে সরবরাহ করে

উত্তরঃ (ক) এয়ার ক্লিানার

         (খ) স্পার্ক প্লাগ

         (গ) কার্বুরেটর 

         (ঘ) মিক্সার

১৭। রেডিয়েটরের কাজ কি? 

উত্তরঃ (ক) পানি ঠাণ্ডা করা

         (খ) রেডিও চালনা

         (গ) জয়েন্ট পাটর্স 

         (ঘ) কোনটি নয়

রােড কোড ও রােড সাইন

১। বাধ্যতামূলক না বােধক চিহ্ন থাকে ? 

উত্তরঃ (ক) লাল বৃত্তে।

         (গ) চতুর্ভুজের মধ্যে

         (খ) নীল ত্রিভূজে 

         (ঘ) নীল বৃত্তে

২। রাস্তায় আলােক সংকেত যেভাবে আসে তা হলাে? 

উত্তরঃ (ক) হলুদ-সবুজ-লাল।

         (গ) লাল-সবুজ-হলুদ

         (খ) লাল-হলুদ-সবুজ 

         (ঘ) সবুজ-লাল-হলুদ

৩। লাল বৃত্ত বিশিষ্ট সড়ক সংকেতের মধ্যে ৪০ কিলোমিটার লেখা থাকলে কি বুঝায়।? 

উত্তরঃ (ক) সর্বনিম্ন গতি সীমা ৪০ কিলোমিটার 

         (খ) সর্বোচ্চ গতি সীমা ৪০ কিলোমিটার  

         (গ) রাস্তা ৪০ কিলোমিটার  লম্বা

         (ঘ) রাস্তা ৪০ কিলোমিটার  দূরে বাক।

৪। রােড সাইনকে সাধারনত কোন তিনটি ভাগে ভাগ করা হয়? 

উত্তরঃ (ক) লাল, হলুদ, সবুজ

         (খ) সিগন্যাল, রােড মার্কিং এবং ট্রাফিক সাইন। 

         (গ) সতর্কতামূলক, বাধ্যতামূলক, রােড মার্কিং 

         (ঘ) সতর্কতামূলক, বাধ্যতামূলক এবং তথ্যমূলক

৫। অরক্ষিত লেভেল ক্রসিং এ চালকের দ্বায়িত্ব কি?

উত্তরঃ (ক) ধীর গতিতে গাড়ী চালাবে

         (গ) প্রতিবন্ধক না থাকলে সামনের দিকে অগ্রসর হবে

         (খ) ট্রেন না আসা সময় পর্যন্ত অপেক্ষা করবে 

         (ঘ) গাড়ি দারকরিয়ে ডানে বা বামে দেখে নিরাপদ মনে হলে লেভেল ক্রসিং অতিবাহিত করবে

৬। রাস্তার মাঝবরাবর অখন্ডিত একটি সাদা দাগ/রেখা থাকিলে কি করণীয়? 

উত্তরঃ (ক) ওভার টেক করা যাবে 

         (খ) ওভার টেক করা যাবে না 

         (গ) গাড়ির গতি কমাতে হবে

         (ঘ) গাড়ির গতি বাড়াতে হবে।

৭৷এই চিহ্নটি দ্বারা কি বুঝায়?

উত্তরঃ (ক) শুধুমাত্র সাইকেল চলাচলের জন্য

         (খ) সাইকেল চলাচল নিষেধ

         (গ) মােটরসাইকেল চলাচল নিষেধ 

         (ঘ) শুধুমাত্র মােটরসাইকেল চলাচলের জন্য

৮। ফোরহুইলড্রাইভ কোথায় প্রয়ােগ করতে হয় ?

উত্তরঃ (ক) ভালাে রাস্তায়

         (গ) আঁকা বাকা রাস্তায়

         (খ) পিচ্ছিল, কর্দমাক্ত রাস্তায় 

         (ঘ) নিচু রাস্তায়

৯। লেভেলক্রসিং বা রেলক্রসিং কত প্রকার? 

উত্তরঃ (ক) ৩ প্রকার

         (গ) ৫ প্রকার

         (খ) ৪ প্রকার 

         (ঘ) ২ প্রকার

১০।এই চিহ্নটি দ্বারা কি বুঝায়?

উত্তরঃ (ক) মােটরকার চলাচলের জন্য

         (গ) মােটরসাইকেল চলাচল নিষেধ

         (খ) মােটরযান চলাচল নিষেধ 

         (ঘ) পিকআপ চলাচলের জন্য

১১।এই চিহ্নটি দ্বারা কি বুঝায়?

উত্তরঃ (ক) ওভারটেকিং নিষেধ

         (খ) ওভারটেকিং করা যাবে

         (গ) গাড়ি থামাতে হবে

১২।এই চিহ্নটি দ্বারা কি বুঝায়?

উত্তরঃ (ক) পার্কিং নিষেধ

         (খ) পার্কিং করা যাবে

         (গ) পথচারী চলাচল নিষেধ।

১৩।এই চিহ্নটি দ্বারা কি বুঝায়?

উত্তরঃ  (ক) থামানাে নিষেধ

         (খ) থামাতে হবে

         (গ) ওভারটেকিং নিষেধ

১৪।এই চিহ্নটি দ্বারা কি বুঝায়?

উত্তরঃ (ক) পথচারী চলাচল নিষেধ

         (খ) পথচারী চলাচল করা যাবে

         (গ) কোনটিই নয়

১৫।এই চিহ্নটি দ্বারা কি বুঝায়?

উত্তরঃ (ক) পথচারী পারাপার

         (খ) পথচারী চলাচল নিষেধ 

         (গ) উভয়টি

১৬।এই চিহ্নটি দ্বারা কি বুঝায়?

উত্তরঃ (ক) সড়কে পথচারী

         (খ) পথচারী চলাচল নিষেধ

         (গ) শিশু-কিশাের

১৭।এই চিহ্নটি দ্বারা কি বুঝায়?

উত্তরঃ (ক) শিশু-কিশাের

         (খ) সামনে পশু চলাচল করে

         (গ) সামনে রাস্তা বন্ধ

১৮।এই চিহ্নটি দ্বারা কি বুঝায়?

উত্তরঃ (ক) প্রবেশ নিষেধ

         (খ) সব ধরনের গাড়ি চলাচল করবে

         (গ) ওভারটেকিং নিষেধ

১৯।এই চিহ্নটি দ্বারা কি বুঝায়?

উত্তরঃ (ক) অসমতল/ক্রতিপূর্ণ সড়ক

         (খ) সামনে সমতলা সড়ক

         (গ) সামনে পিছিল সড়ক

২০।এই চিহ্নটি দ্বারা কি বুঝায়?

উত্তরঃ (ক) সামনে গতিরােধক

         (খ) গতি বাড়াতে হবে

         (গ) সামনে সমতল সড়ক

২১। মােটরসাইকেলের সর্বোচ্চ গতিবেগ কত? 

উত্তরঃ (ক) ৪০ মাইল/ঘন্টা

         (গ) ৫০ মাইল/ঘন্টা

         (খ) ৭০ মাইল/ঘণ্টা 

         (ঘ) ১১২ মাইল/ঘন্টা

২২। গােল চক্করে গাড়ি চালানাের নিয়ম

উত্তরঃ (ক) সুযােগ মত বের হয়ে যান

         (গ) বাম দিকের সকল গাড়ির আগে যেতে দিন।

         (খ) ডান দিক থেকে আশা সকল গাড়িকে প্রাধান্য দিন 

         (ঘ) যে দিকে মােড় নিবেন ঠিক সেদিকে সিগন্যাল দিন

২৩। নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন? 

উত্তরঃ (ক) তথ্যমূলক সাইন

         (গ) সতর্কতামূলক সাইন

         (খ) বাধ্যতামূলক সাইন। 

         (ঘ) উপরের সবগুলি

২৪। ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার? 

উত্তরঃ (ক) ৩ প্রকার

         (গ) ৫ প্রকার।

         (খ) ৪ প্রকার 

         (ঘ) ২ প্রকার

২৫। সবুজ আয়তক্ষেত্রে ট্রাফিক সাইন ফলক কোনটি? 

উত্তরঃ (ক) রাস্তার দিক/দুরুত্বের তথ্য প্রদান করে

         (গ) বাধ্যতামূলক তথ্য প্রদান করে

         (খ) সাধারণ তথ্য প্রদান করে 

         (ঘ) সতর্কতামূলক তথ্য প্রদান করে

২৬। গাড়ি চালানাে রত অবস্থায় সামনে ট্রাফিক সিগনালের হলুদ লাইট জ্বলতে দেখলে

উত্তরঃ (ক) দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যেতে হবে

         (খ) থামার জন্য প্রস্তুতি নিতে হবে 

         (গ) গাড়ির ষ্টার্ট সঙ্গে সঙ্গে বন্ধ করতে দিতে হবে 

         (ঘ) আস্তে আস্তে এগিয়ে যেতে হবে

ট্রাফিক রুলস ও রেগুলেশন

১। ড্রাইভিং লাইসেন্সের ধরন

উত্তরঃ (ক) পেশাদার

         ✅(গ) পেশাদার এবং অপেশাদার

         (খ) অপেশাদার 

         (ঘ) কোনটি নয়

২। ড্রাইভিং লাইসেন্স অপেশাদার  পাওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত? 

উত্তরঃ (ক) ২৪ বছর

         (খ) ২৫ বছর 

         (গ) ২০ বছর

         (ঘ) ১৮ বছর

৩। কোন জায়গায় অবশ্যই হর্ণ বাজাতে হবে ? 

উত্তরঃ (ক) গােল চক্করে ।

         (গ) ইউ টার্নের নিকট

         (খ) অন্ধ বাঁকে 

         (ঘ) হাসপাতাল

৪। ঘন কুয়াশা থাকলে, রাস্তায় মটর গাড়ি চালাইতে গাড়ির হেড লাইট অন রাখতে হবে কেন ? 

উত্তরঃ (ক) রাস্তা দেখিবার জন্য।

         (খ) গাড়ির অবস্থান বুঝানাের জন্য 

         (গ) ডানে মােড় নিবার জন্য।

         (ঘ) ওভারটেক করার জন্য

৫। বাজার এলাকা পার হওয়ার সময় গাড়ির গতি বেগ কত থাকা উচিৎ ? 

উত্তরঃ (ক) ৫০ কিঃ মিঃ/ঘন্টা

         (খ) ১৫ কিঃ মিঃ/ঘন্টা 

         (গ) ৪৫ কিঃ মিঃ/ঘন্টা

         (ঘ) ট্রাফিক সাইনে নির্দেশিত গতিসীমা

৬। মােটর গাড়ির পেপার রাস্থায় সর্বদা কে কে চেক করতে পারবে ? 

উত্তরঃ (ক) ট্রাফিক পুলিশ, পুলিশ সার্জেন্ট, আনসার ও সেনাবাহিনীর সদস্য

         (খ) পুলিশ সার্জেন্ট, বিআরটিএ'র কমকর্তা, ও আনসার 

         (গ) সর্বনিম্ন সাব-ইন্সপেক্টর পুলিশ অফিসার, মােবাইল কোর্ট , বিআরটিএ'র কর্মকর্তা 

         (ঘ) ট্রাফিক পুলিশ, মােবাইল কোর্ট ও সেনাবাহিনীর সদস্য

৭। যেখানে ওভারটেকিং করা সম্পূ্রন নিষেধ সেখানে ওভারটেকিং করলে আইনত কত টাকা জরিমানা ? 

উত্তরঃ (ক) ১০০ টাকা পর্যন্ত

         (খ) ২০০ টাকা পর্যন্ত 

         (গ) ৩০০ টাকা পর্যন্ত 

         (ঘ) ৪০০ টাকা পর্যন্ত

৮। গাড়ি চলন্ত অবস্থায় অত্যাধিক ধোয়া বের হলে আইনত কত টাকা জরিমানা ? 

উত্তরঃ (ক) ১০০ টাকা পর্যন্ত

         (খ) ২০০ টাকা পর্যন্ত 

         (গ) ৩০০ টাকা পর্যন্ত 

         (ঘ) ৪০০ টাকা পর্যন্ত

৯। নিষিদ্ধ হর্ণ অথবা শব্দ উৎপাদনকারী ডিভাইস গাড়িতে লাগালে ও ব্যবহার করলে আইনত কত টাকা জরিমানা ? 

উত্তরঃ (ক) ১০০ টাকা পর্যন্ত

         (খ) ২০০ টাকা পর্যন্ত 

         (গ) ৩০০ টাকা পর্যন্ত 

         (ঘ) ৪০০ টাকা পর্যন্ত

১০। অননুমােদিত ওজনের বেশি ওজন নিয়ে গাড়ি চালালে আইনত কত টাকা জরিমানা ? 

উত্তরঃ (ক) ৫০০ টাকা পর্যন্ত।

         (খ) ১০০০ টাকা পর্যন্ত 

         (গ) ২০০০ টাকা পর্যন্ত 

         (ঘ) ৩০০০ টাকা পর্যন্ত

১১। সড়কে বা প্রকাশ্য স্থানে প্রতিকূল সৃষ্টি করলে কত আয়নত টাকা জরিমানা ? 

উত্তরঃ (ক) ৫০০ টাকা পর্যন্ত

         (খ) ১০০০ টাকা পর্যন্ত 

         (গ) ২০০০ টাকা পর্যন্ত 

         (ঘ) ৩০০০ টাকা পর্যন্ত

১২। ইনসুরেন্সবিহীন অবস্থায় গাড়ি চালনার শাস্তি কি? 

উত্তরঃ (ক) ২০০ টাকা পর্যন্ত জরিমানা

         (গ) ৫০০ টাকা পর্যন্ত জরিমানা

         (খ) ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা 

         (ঘ) ১,৫০০ টাকা পর্যন্ত জরিমানা

১৩। ড্রাইভিং লাইসেন্স পেশাদার পাওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত? 

উত্তরঃ (ক) ২৪ বছর

         (খ) ২৫ বছর 

         (গ) ২০ বছর

         (ঘ) ১৮ বছর

১৪। শুকনা এবং পাকা রাস্তায় ৫০ কিঃ মিঃ গতিতে চলমান অবস্থায় গাড়ি ব্রেক করলে থামার দূরত্ব কত?

উত্তরঃ (ক) ২৫ মিটার

         (খ) ৩৫ মিটার 

         (গ) ৫০ মিটার

         (ঘ) ২৫ গজ

১৫। একজন গাড়ি চালক কত ঘন্টা সময় বিরতিহীন ভাবে গাড়ি চালাতে পারে? 

উত্তরঃ (ক) ০৫ ঘন্টা

         (খ) ১০ ঘন্টা  

         (গ) ১২ ঘন্টা

         (ঘ) ৭ ঘন্টা

১৬। গাড়ি দুর্ঘটনা ঘটলে সর্বপ্রথম দায়িত্ব কি? 

উত্তরঃ (ক) নিকটস্থ থানায় খবর দেওয়া

          (খ) দুর্ঘটনা রত গাড়িটি সর্ব প্রথম নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া 

          (গ) পালিয়ে যাওয়া

          (ঘ) আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা

১৭। গাড়ি চালানো অবস্থায়  লুকিং গ্লাসের দিকে প্রতি মিনিটে কয়বার বার দেখা উচিৎ? 

উত্তরঃ (ক) ৮ বার

         (খ) ৬ বার 

         (গ) ১০ বার

         (ঘ) ৩ বার

১৮। মােটরযান আইনে গাড়ির ক্ষতিকর ধোঁয়া নির্গত অবস্থায় গাড়ি চালনার শাস্তি কি ? 

উত্তরঃ (ক) ২০০ টাকা পর্যন্ত জরিমানা। 

         (খ) ৪০০ টাকা পর্যন্ত জরিমানা 

         (গ) ৩৫০ টাকা পর্যন্ত জরিমানা

         (ঘ) ৫০০ টাকা পর্যন্ত জরিমানা

১৯। রাত্রিকালীন সময় উল্টা দিক থেকে আগত গাড়ির সামনাসামনি হলে নিজের গাড়ির হেড লাইটের কি করা উচিত? 

উত্তরঃ (ক) ডিম করা উচিত

         (খ) হাই করা উচিত 

         (গ) বন্ধ করা উচিত।

         (ঘ) কোটিই না।

২১। পেশাদার ও  অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত? 

উত্তরঃ (ক) ২৪ ও ২৬ বছর

         (খ) ২৫ ও ২৭ বছর। 

         (গ) ২০ ও ২২ বছর

         ✅(ঘ) ১৮ ও ২০ বছর

ইনস্যুরেন্স রিকোয়ারমেন্টস

১। মােটরযান আইনে বীমার প্রয়ােজনীয়তা কিসের জন্য? 

উত্তরঃ (ক) প্রথমপক্ষের ঝুকির জন্য

         (খ) তৃতীয় পক্ষের ঝুকির জন্য 

         (গ) স্থানীয় কর্তৃপক্ষের ঝুকির জন্য 

         (ঘ) দ্বিতীয় পক্ষের ঝুকির জন্য

২। মােটরযানের বীমা (ইস্যুরেন্স) কোথায় করতে হয় ? 

উত্তরঃ (ক) বিআরটিএ অফিসে

         (খ) সংশ্লিষ্ট ব্যাংকে 

         (গ) গাড়ির শাে-রুমে  

         (ঘ) সাধারণ বীমা কোম্পানিতে

৩। মােটরযানের ইস্যুরেন্স (বীমা) কোন ধরনের ইস্যুরেন্সর আওতাভুক্ত ? 

উত্তরঃ (ক) সাধারন বীমা

         (খ) জীবন বীমা 

         (গ) মেয়াদী হিসাব বীমা 

         (ঘ) তিন কিস্তি বীমা

৪। মােটর গাড়ির বীমার প্রয়ােজনীয়তা মােটর গাড়ির অধ্যাদেশে কত ধারায় বর্ণিত আছে? 

উত্তরঃ (ক) ১০৮ ধারায়

         (খ) ১০৯ ধারায 

         (গ) ১০৫ ধারায় 

         (ঘ) ১০২ ধারায়।

৫। অবীমাকৃত মােটর গাড়ির চালালে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত জরিমানা হতে পারে ? 

উত্তরঃ (ক) ২০০ টাকা পর্যন্ত।

         (খ) ২০০০ টাকা পর্যন্ত 

         (গ) ৩০০ টাকা পর্যন্ত 

         (ঘ) ৪০০ টাকা পর্যন্ত

৭। দুর্ঘটনার কত মাসের মধ্যে বীমা (ইনসুরেন্স) কোম্পানীর কাছে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে

হবে? 

উত্তরঃ (ক) ৬ মাস সময়ের মধ্যে

         (খ) ৩ মাস সময়ের মধ্যে 

         (গ) ২ মাস সময়ের মধ্যে 

         (ঘ) ১ মাস সময়ের মধ্যে

৮। বীমাকৃত গাড়ির ফিটনেস/ট্যাক্স টোকেন এর মেয়াদ শেষ হয়েছে এমন অবস্থায় দুর্ঘটনায় ঘটলে বীমাকৃত ব্যক্তি কি পাবে ক্ষতিপূরণ ? 

উত্তর : (ক) হ্যাঁ পাবে যদি বীমার মেয়াদ থাকে

         (খ) পাবে না

৯। কম্প্রিহেনসিভ বীমার ক্ষেত্রে কে ক্ষতিপূরণ পাবে ? 

উত্তরঃ (ক) গাড়ি (গাড়ির ক্ষতি পূরণ)

         (খ) পথচারী 

         (গ) ড্রাইভার 

         (ঘ) গাড়ি ও তৃতীয় পক্ষ উভয়ই

১০। তৃতীয়পক্ষ বীমার জন্য কাহাকে ক্ষতিপূরন দেয়া হয় না - 

উত্তরঃ (ক) গাড়ির

         (খ) আহত ব্যক্তির 

         (গ) আহত যাত্রীর 

         (ঘ) আহত পথচারীর

১১। মােটরযান আইনে কোন প্রকারের বীমা বাধ্যতামূলক? 

উত্তরঃ (ক) প্রথমপক্ষ

         (খ) কম্প্রিহেনসিভ  

         (গ) তৃতীয়পক্ষ

১২। তৃতীয়পক্ষের মধ্যে অন্তর্ভুক্ত হবে কে? 

উত্তরঃ (ক) সরকার

         (খ) গাড়ির মালিক 

         (গ) গাড়ি বিক্রেতা

১৩। ক্ষতিপূরণের জন্য দরখাস্ত করতে পারবেন - 

উত্তরঃ (ক) যিনি নিজে আহত হয়েছেন বা যার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি

         (খ) দুর্ঘটনার ফলে যদি কোন ব্যক্তি মারা যায় তাহে তার আইনানুগ উত্তরাধিকারী  

         (গ) উভয়ই প্রযােজ্য

ফাস্ট এইড

১। ফাষ্ট এইড কি ? 

উত্তরঃ (ক) দ্রুত চিকিৎসা

         (খ) দুর্ঘটনা চিকিৎসা 

         (গ) হাড় জোড়া চিকিৎসা।

         (ঘ) প্রাথমিক চিকিৎসা

২। ফাষ্ট এইড বাক্সে নিচের কোনটা থাকে সাধারনত ? 

উত্তরঃ (ক) অক্ৰিজেন সিলিন্ডার

         (খ) সামান্য কিছু ঔষধ, ব্যান্ডেজ,এন্টিসেপটিক, তুলা

         (গ) স্ট্রেচার 

         (ঘ) অপারেশনের ইকুইপমেন্ট

Post a Comment

Do not Share any Link

Previous Post Next Post

Contact Form